সবার আগে সেরা চারে রংপুর রাইডার্স
Published: 18th, January 2025 GMT
এই রংপুর অপ্রতিরোধ্য। ভেন্যু বা প্রতিপক্ষ; কোনো কিছুই বাধা হতে পারেনি তাদের ভালো ক্রিকেট খেলায়। মিরপুর থেকে সিলেট হয়ে রংপুর রাইডার্সের জয়রথ চলছে চট্টগ্রামেও। গতকাল তারা স্বাগতিক চিটাগংকে হারিয়েছে ৩৩ রানে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ফরচুন বরিশাল ও চিটাগং কিংস থেকে ৮ পয়েন্টের ব্যবধান তাদের।
গতকাল চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৭ উইকেটে ১৬৪ রান করে রংপুর। স্টিভেন টেইলর ৩৯ রান করেন। খুশদিল শাহর ব্যাট থেকে এসেছে ৫৯ রান। দুটি চার ও সাতটি ছয়ের মারে ২৮ বলে ইনিংসটি সাজান তিনি। রংপুরের এই পাকিস্তানি অলরাউন্ডার প্রথম থেকেই ভালো খেলছেন।
চিটাগংয়ের বিপক্ষে নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলতে নামলেও বোলিংয়ে প্রভাব পড়েনি। আঁটসাঁট বোলিং দিয়ে চিটাগংকে ৮ উইকেটে ১৩১ রানে বেঁধে ফেলেছে। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৬, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্ক ২৩, শামীম হোসেন পাটোয়ারি ৩৮ রান করেন। আকিফ জাভেদ চার ও খুশদিল শাহ দুটি উইকেট নেন।
পাঁচ ম্যাচে দ্বিতীয় হার চিটাগংয়ের। গতকালের হারে আবার টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে চিটাগং।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
কেন্দ্র সচিব পদে আ’লীগ নেতা, তিন পরীক্ষার পর অব্যাহতি
পিরোজপুরের ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ইব্রাহীমকে ওই বিদ্যালয়ের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী ইউএনও হাসান বিন মুহাম্মদ আলী।
জানা গেছে, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ইব্রাহীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে তাকে উপজেলা ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র কমিটির সভায় কেন্দ্র সচিব কামরুল ইসলাম ইব্রাহীমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন সচিব দায়িত্ব পেয়ে আজ বুধবার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি কেন্দ্রে পরীক্ষা পরিচালনা করেন।
নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভাবনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক কামরুল ইসলাম ইব্রাহীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে কেন্দ্র সচিব করায় ব্যাপক সমালোচনা হয়। পরে কেন্দ্র কমিটির সভায় কামরুল ইসলামকে অব্যাহতি দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব মো. কামরুল ইসলাম ইব্রাহীম সমকালকে বলেন, এসএসসি পরীক্ষায় উপজেলা ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে তিনি তিনটি পরীক্ষা পরিচালনা করেছেন। পরে অসুস্থতার অজুহাতে তাকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থেকে কারও ক্ষতি করেননি তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী জানান, এসএসসি ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব কামরুল ইসলাম ইব্রাহীম অসুস্থ। তিনি দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। এ কারণে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।