ধ্বংসযজ্ঞের ১১তম দিনে এসে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাতাসের গতিবেগ কমতে থাকায় ও দমকলকর্মীদের অব্যাহত চেষ্টায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এখনও জ্বলতে থাকা দাবানল। তবে আবহাওয়ার পূর্বাভাস আবারও কপালে ভাঁজ ফেলছে ক্যালিফোর্নিয়াবাসীর।
আগামী সপ্তাহের শুরুতেই আরও এক দফা সান্তা আনা বাতাসের হুঁশিয়ারি দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বাসিন্দাদের আরও এক সপ্তাহ ঘরবাড়ি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দাবানলে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ২৭-এ দাঁড়িয়েছে। দাবানলের সূত্রপাতের কারণ হিসেবে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্রসহ সম্ভাব্য দেড় শতাধিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো।
দাবানলে এখনও জ্বলছে প্যালিসেডস, ইটন ও অটো ফায়ার। ইটন ফায়ারের প্রভাবে পার্শ্ববর্তী পাসাডেনা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আলজাজিরা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হঠাৎ চারজনকে উদ্ধারের আলোচনা, নিশ্চিত নয় পুলিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনের খোঁজ মিলেছে– সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা থাকলেও এখনও নিশ্চিত নয় পুলিশ। তাদের ভাষ্য, আজকালের মধ্যে এমন তথ্যের বিষয়টি আরও পরিষ্কার হতে পারে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল সমকালকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের খোঁজ মিলেছে– এমন প্রচার আছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা এখনও উদ্ধার বিষয়ে নিশ্চিত নই। আজকালের মধ্যে পরিষ্কার হতে পারব।
পাহাড়ের বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চবি ক্যাম্পাসে যাওয়ার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে ১৬ এপ্রিল সকালে পাঁচ শিক্ষার্থীকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে অপহরণ করে। অপহৃত শিক্ষার্থীদের মধ্যে রিশন চাকমা, দিব্যি চাকমা ও মৈত্রীময় চাকমা রাঙামাটি এবং অন্য দু’জন লংঙি ম্রো ও অলড্রিন ত্রিপুরা বান্দরবানের বাসিন্দা। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সন্তু লারমা সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি নিপণ ত্রিপুরা এ অপহরণের ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। তবে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ অভিযোগ অস্বীকার করেছেন।
একাধিক অসমর্থিত সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চাপের মুখে অপহৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনকে গত সোমবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সর্বোসিদ্ধিপাড়া এলাকা থেকে মুক্তি দেওয়া হয়।