রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন ইরানের প্রেসিডেন্ট। 

এ নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের দেশগুলো। গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম মস্কো সফর করছেন পেজেশকিয়ান। 

চুক্তি স্বাক্ষরের আগে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়গুলোর ওপর আলোকপাত করবেন উভয় নেতা। বরাবরের মতো মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্কের প্রশংসা করেছে ক্রেমলিন। 

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইরান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যাদের সঙ্গে আমরা বহুমুখী সহযোগিতা গড়ে তুলেছি। বিবিসি।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক

জোসে মরিনিও ও বিতর্ক—সমার্থক শব্দই হয়ে গেছে। পর্তুগিজ তারকা কোচ সর্বশেষ বিতর্কে জড়ালেন গতকাল রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনাল শেষে। ঘরের মাঠে উত্তপ্ত এক ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেননি মরিনিও। দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দুই আঙুল দিয়ে চেপে ধরেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনিও। এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনিওকে সরিয়ে নেন অন্যরা।

ঝামেলা ম্যাচেও কম হয়নি। ফেনেরবাচে স্টেডিয়ামের এই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।

এমন উত্তপ্তই ছিল ফেনেরবাচে–গালাতাসারাই ম্যাচটি

সম্পর্কিত নিবন্ধ