Samakal:
2025-04-24@20:36:35 GMT

জীবন থেকে নেওয়া

Published: 17th, January 2025 GMT

জীবন থেকে নেওয়া

আমাদের সমাজে নারী ও শিশু নানা দিক থেকে ভুক্তভোগী। পরিবার থেকে শুরু করে অফিসে, রাস্তায়, বাসে, শপিংমলে, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। প্রাসঙ্গিক ঘটনার অবতারণা করছি। গত সপ্তাহের মাঝামাঝি এক সকালে অফিসে আসার পথে এমনই এক ঘটনা দেখলাম। একজন মধ্যবয়সী নারী ও শিশু রিকশা করে জিগাতলা মুখে এগোচ্ছিলেন। আমি ছিলাম পেছনের রিকশায়। মোড়ে আসার পরপরই একজন ৩০-৩৫ বছরের লোক কিছু পাওয়ার আশায় তাঁর কাছে হাত পেতে দিল। তাতে ওই নারী কোনো ধরনের সাড়া না দিয়ে স্থির বসে রইলেন। তৎক্ষণাৎ সেই লোকটি ক্ষোভ দেখিয়ে রিকশার হুডে শক্ত হাতে ঝাঁকি দিল। পরক্ষণেই আমি রিকশা থেকে তাঁকে ধমক দিলে বিষয়টি সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ওই নারীর পাশেই ছিল ৮ কি ৯ বছরের শিশু। ঘটনায় দু’জনই নির্বিকার দর্শক মাত্র!  

চারপাশে আমাদের চোখের সামনেই এ ধরনের অসংখ্য ঘটনা ঘটে, যদিও তা আমরা অতটা গুরুত্ব দিই না। এতেই বোঝা যায়, নারী ও শিশুর প্রতি আমাদের মজ্জাগত ধ্যান-ধারণা কতটা নির্মম ও নিষ্ঠুর। 
একই দিন আরেকটি ঘটনার সাক্ষী হলাম। লেগুনায় ফার্মগেট আসছিলাম। ২২ কি ২৩ বছরের এক তরুণী জিগাতলা থেকে ধানমন্ডি ২৭-এর আগে চক্ষু হাসপাতালের উদ্দেশে লেগুনায় উঠেছে। সহকারীর সঙ্গে কথাবার্তায় বোঝা গেল, মেয়েটি নির্ধারিত ভাড়ার ব্যাপারে ওয়াকিবহাল নয়। সহকারী ওই মেয়েকে সামনে গিয়ে ড্রাইভারকে ভাড়া দিতে বলেন। মেয়েটি লেগুনা থেকে নেমে ভাড়া দিয়ে চলে গেল। তৎক্ষণাৎ দেখলাম, চালক নির্ধারিত ভাড়ার প্রায় দ্বিগুণ রেখেছেন। এ ধরনের ঘটনা শুধু নারীর সঙ্গে ঘটে এমন নয়। বেশির ভাগ পরিস্থিতিতে বিশেষত নারী ও শিশুরা এর শিকার। 
শিশুর কথাই বলা যাক। মায়ের কোল ছাড়া শিশু কোথায় নিরাপদ? শিশু দুর্বল– এটি ভেবেই অনেকে তাদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো, শিশুর প্রতি এ উপেক্ষিত আচরণ শুরু হয় পরিবারেই। এমনভাবে তাদের গড়ে তোলা হয়, যাতে তার স্বাধীন সত্তার অমর্যাদা করা হয়। তারা ছোট– এমন চিন্তা মাথায় রেখে বড়রা তাদের সঙ্গে আচরণ করেন। এ চিন্তায় ‘ছোট’ ধারণাটি যতটা স্নেহ ও ভালোবাসার, তার চেয়ে বেশি থাকে শিশুকে ‘এত গুরুত্ব দেওয়ার কিছু নেই’ এমন মানসিকতা। 

আমাদের সমাজে নারী ও শিশু নিয়ে বিদ্যমান প্রভাবশালী ডিসকোর্স উভয়কে দমিয়ে রাখতে চায়। মূলত নারীকে সত্যিকার অর্থে ক্ষমতায়িত করতে হলে দরকার একটি মধ্যপন্থি ডিসকোর্স। এই বয়ানে একদিকে যেমন দেশের সমাজ, সংস্কৃতি ও আদব-কায়দার প্রতিফলন থাকবে, আবার তা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গির কারণে চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। নারীর ব্যাপারে এ ধরনের মধ্যপন্থি বয়ানের জন্য এ সমাজের মাটি থেকেই আমাদের বুদ্ধিবৃত্তিক বলয় তৈরি করতে হবে। বেগম রোকেয়ার চিন্তাভাবনায় অনেকটুকু সেই প্রভাব রয়েছে। পরবর্তী সময়ে পাশ্চাত্য চিন্তা ও সংস্কৃতির যথাযথ বিচারের মধ্য দিয়ে আমরা ‘নারীবাদ’ ডিসকোর্স গড়ে তুলতে পারিনি। বরং নির্বিচারে নারীবাদের পাশ্চাত্য ডিসকোর্স গ্রহণ করতে গিয়ে আরও জটিলতা বেড়েছে। 

নারী ও পুরুষ উভয়ে সমাজের চালিকাশক্তি– অনেকটা রেললাইনের মতো। কোনো একটি পাশে ত্রুটি থাকলে রেলের চলাচল ক্ষতিগ্রস্ত হবে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে গেলে অর্থনীতি, রাজনীতিসহ বহুমুখী পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। সে জন্য প্রথমে আমাদের মনের পুনর্গঠন দরকার। সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে নারী ও শিশুর ওপর নির্যাতনের যেসব মর্মান্তিক খবর আমরা দেখি, তার মূলে আছে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের দেখলে সমাজে পরিবর্তন আসবে না।  

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল
Iftekarulbd@gmail.

com

উৎস: Samakal

কীওয়ার্ড: ধরন র

এছাড়াও পড়ুন:

রিয়ালের আগ্রহ নিয়ে মুখ খুললেন অ্যালিস্টার 

মৌসুমজুড়ে একজন প্লে মেকারের অভাবে ভুগছে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস ক্লাব ছাড়লেও তার জায়গা পূরণে কাউকে কেনেনি লস ব্লাঙ্কোসরা। ৩৯ বছর বয়সী লুকা মডরিচ থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পাননি তিনি। মাঝমাঠের নিয়ন্ত্রণও নিতে পারেননি।

মৌসুম শেষে রিয়ালের সঙ্গে আবার চুক্তি শেষ ক্রোয়াট মিডফিল্ডার মডরিচের। আগামী মৌসুমে তাই একজন প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার দলে ভেড়াতে মরিয়া ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। সংবাদ মাধ্যম দাবি করেছে, লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারকে প্রথম পছন্দ রিয়ালের।

আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ী ও লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে যাওয়া অ্যালিস্টারকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। বিষয়টি নিয়ে আর্জেন্টাইন প্লে মেকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, তার নতুন কোন চাওয়া নেই। লিভারপুলে ভালো আছেন, সুখে আছেন।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি খবরটি দেখিছি, আমার কাছেও গুঞ্জনটি পৌঁছেছে। তবে গুরুত্বপূর্ণ হলো বর্তমান নিয়ে ভাবা। ক্লাবটি (রিয়াল মাদ্রিদ) আমাকে কত বেশি পছন্দ করে সেটা বিষয় না, আমি যদি এক সপ্তাহ খারাপ খেলি তারা আগ্রহ হারিয়ে ফেলবে।’

লিভারপুলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে ম্যাক অ্যালিস্টারের। কিছুদিন আগে অ্যালিস্টারের বাবা ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার কার্লোস অ্যালিস্টার জানান, লিভারপুল ছাড়ার কথা ভাবছে না তার ছেলে। ম্যাকও একই সুরে কথা বলেছেন, ‘আমি লিভারপুলে ভালো আছি, কোন কিছুর অভাব নেই আমার।  ক্লাবের প্রতি অগাধ সম্মান আছে এবং অন্য ক্লাব নিয়ে কিছু বলার প্রয়োজনবোধ করছি না।’  

সম্পর্কিত নিবন্ধ

  • মোহ কাঠের নৌকা: বাস্তবতার এক প্রতিচ্ছবি
  • বৈচিত্র্যময় প্রতিভার মরিস ল্যাংলো ওয়েস্ট
  • জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
  • রিয়ালের আগ্রহ নিয়ে মুখ খুললেন অ্যালিস্টার 
  • রাজশাহীতে রাস্তায় অশালীন অঙ্গভঙ্গি, দুই ‘বখাটে’ গ্রেপ্তার
  • ভারতের আচরণ শিশুসুলভ: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
  • বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে এসেছ, এলাকার কলেজে পড়লেই তো পারতে: শিক্ষার্থীকে রেজিস্ট্রার
  • বিসিবির চাকরিতে ফিরছেন না আম্পায়ার সৈকত
  • কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর
  • কর্মস্থলে আচরণ কেমন হলে ভালো