সুনামগঞ্জের দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ক্যাম্পাস নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। দেড় বছরে কাজটি শেষ হওয়ার কথা। তবে গত ছয় বছরেও কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। অথচ দেশে একই সময়ে শুরু হওয়া এমন ১০০ ক্যাম্পাসের মধ্যে ৯১টিরই নির্মাণ শেষ হয়েছে। অভিযোগ, মন্ত্রীর ভাগনে পরিচয়ে দাপট দেখানো ঠিকাদারের কারণে কাজটি এখনও শেষ হয়নি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, ক্যাম্পাসটির অবস্থান উপজেলা সদরে দোয়ারা-ভোগলাবাজার সড়কের (সাইটিং ঘাটে) পাশে দুই একর জমিতে। এখানে পাঁচ তলা একাডেমিক ভবন, চার তলা অফিস ভবন, চার কক্ষ বিশিষ্ট সার্ভিস স্টেশনসহ একাধিক স্থাপনা নির্মাণের কথা। প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দের কাজটি যৌথভাবে পায় বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান ময়মনসিংহের মেসার্স ভাওয়াল কন্সট্রাকশন-ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এবং বরিশালের এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তবে ওই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চুক্তিতে কাজটি নেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহতাবুল হাসান সমুজ। ২০১৮ সালের ২৮ আগস্ট শুরু করা কাজটি ২০২০ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের চার বছর পরও শেষ করতে পারেননি সমুজ। 
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জের সাবেক এক প্রকৌশলী বলেন, সমুজ নিজেকে পরিচয় দিতেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ভাগনে হিসেবে। অফিসের পিয়ন থেকে কর্মকর্তা সবাই তাই জানতেন। এ জন্য কেউ কিছু বলতে পারতেন না। অফিসের কাউকে তিনি আমলেও নিতেন না। কাজ শেষ করার তাগাদা দিলে উল্টো জ্যেষ্ঠ কর্মকর্তাকে দিয়ে ধমক দেওয়াতেন। 
প্রায় ছয় বছরের মাথায় ওই ঠিকাদারের আসল পরিচয় জানতে পারেন জানিয়ে তিনি বলেন, একদিন মন্ত্রী এম এ মান্নানকে বিষয়টি জানানো হলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘সে আমার কীভাবে ভাগনে হয়? আপনারা নিয়ম অনুযায়ী কাজ আদায় করবেন। অনিয়ম করলে ব্যবস্থা নেবেন।’ এর পর তাঁকে চাপ দেওয়া হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, দেশে ১০০টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস নির্মাণ একসঙ্গে শুরু হয়। এর মধ্যে ৯১টি ক্যাম্পাসের কাজ শেষ। নতুন ক্যাম্পাসে চলছে ওই সব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। তবে কাজ শেষ না করেই দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কার্যক্রম গত বছরের জানুয়ারিতে শুরু হয়। প্রথম বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫৬০ শিক্ষার্থী ভর্তির কথা থাকলেও শ্রেণিকক্ষ সংকটে ভর্তি করা হয় মাত্র ১৮৬ জনকে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, আমাদের উপজেলা অপেক্ষাকৃত অবহেলিত। এখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে শুনে খুশি হয়েছিলাম। কিন্তু দেড় বছরের কাজ ছয় বছরেও শেষ না হওয়ায় আমরা হতাশ। শুনেছি ঠিকাদার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় ইচ্ছে মতো কাজ করেছেন।
কলেজটির অধ্যক্ষ প্রকৌশলী এএসএম নাঈম বলেন, ক্যাম্পাস নির্মাণ শেষ না হলেও ২০২৩ সালে আমাকে অধ্যক্ষ নিয়োগের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীও ভর্তি করা হয়েছে। তবে শ্রেণিকক্ষ না থাকায় এক-চতুর্থাংশ শিক্ষার্থী ভর্তি করা গেছে। 
তিনি জানান, ঠিকাদার দাবি করেন– জমি নিয়ে ঝামেলা থাকায় কাজে দেরি হয়েছে। তবে তিনি খবর নিয়ে জেনেছেন, জমি অধিগ্রহণের টাকা পাওয়া নিয়ে দু’পক্ষের বিরোধ ছিল। এ নিয়ে মামলা হলেও কাজে কেউ বাধা দেয়নি।
ঠিকাদার মাহতাবুল হাসান সমুজ বলেন, নির্মাণকাজের শুরুতেই জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়। ঠিকাদারকে মামলায় বিবাদীও করা হয়। সেই কাগজ আমার কাছে আছে। পরে মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের কাজও আমাকে দিয়ে করানো হয়। প্রাকৃতিক দুর্যোগও ছিল। সব মিলিয়ে কাজটিতে কয়েক কোটি টাকা লোকসানে পড়েছি আমি। তবে কোথাও আমি কোনোভাবেই দাপট দেখাইনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.

কামরুজ্জামান বলেন, আমি যোগদান করার আগে তিনজন নির্বাহী প্রকৌশলী এই কাজের দায়িত্বে ছিলেন। আমি আসার পর দ্রুত কাজ শেষ করতে দু’বার চিঠি দিয়েছি। প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে জামানত বাজেয়াপ্ত করা হবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ষ কর বছর র

এছাড়াও পড়ুন:

আবাহনী-কিংসের শিরোপা লড়াই আজ

ইংল্যান্ডপ্রবাসী হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেকের পরই বাংলাদেশের ফুটবল উন্মাদনা বেড়েছে বহুগুণ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার পথ ধরে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী দেখিয়েছেন সামিত সোম-কিউবার মতো প্রবাসীরা। দেশের ফুটবলে যেন গণজোয়ার বইছে। এর মধ্যে আজ ঘরোয়া ফুটবলের বিগ ম্যাচ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফুটবলের মহারণই বলা চলে। মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি ঢাকা আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস। 

২০১৮ সালে কিংস পেশাদার ফুটবলে আসার পর থেকে লিগ ট্রফি জিততে ব্যর্থ হওয়া আবাহনীর জন্য ফেডারেশন কাপের ফাইনালটি পুনর্জন্মই বলা চলে। গত মৌসুমে শিরোপাহীন থাকা দলটির সমর্থকরা এবার আত্মবিশ্বাসী ডাগ আউটে এ কে এম মারুফুল হকের মতো কোচ থাকায়। আর দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া কিংসের সামনে সুযোগ নিজেদের রাজত্ব ধরে রাখা। দেশের ফুটবলের দুই হেভিওয়েটের এ লড়াইটি শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। ফেড কাপের ট্রফির এ লড়াইটি দেখা যাবে টি স্পোর্টসে।

ময়মনসিংহে গত মৌসুমেও ফেডারেশন কাপের ফাইনাল হয়েছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ট্রফি জিতেছিল কিংস। আজ জিতলে তাদের শোকেসে জমা হবে ফেড কাপের চার নাম্বার ট্রফিটি। ঘরোয়া ফুটবলে এ প্রতিযোগিতা মানেই আবাহনীর দাপট। সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন প্রমাণ করে আকাশি-নীল জার্সিধারীদের আধিপত্য। এবার সংখ্যাটা ১৩তে নিয়ে যাওয়ার হাতছানি তাদের সামনে। আবাহনী আত্মবিশ্বাসী এই জন্য যে গত ৮ এপ্রিল প্রথম কোয়ালিফায়ারে টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল। সেই ম্যাচে পরাজিত বসুন্ধরাকে শিরোপা মঞ্চে উঠতে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হয়েছে রহমতগঞ্জকে। অতীতের মতো কিংস ব্যালান্স টিম নয়। তাদের খেলাতেও পুরোনো সেই ধার নেই। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে বর্তমান চ্যাম্পিয়নরা। কোচ ভ্যালেরিও তিতার অধীনে ছন্নছাড়া বসুন্ধরা। এবারের মৌসুমে যে অবস্থা তাতে লিগ শিরোপা জেতা দলটির জন্য কঠিন। 

তাই ফেডারেশন কাপকে পাখির চোখ করেছেন কিংস কোচ তিতা, ‘আগের ম্যাচে আমরা আবাহনীর কাছে হেরেছি। সেটি ভুলে যেতে চাই। যেহেতু আগামীকালের (মঙ্গলবার) ম্যাচটি ফাইনাল, তাই আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করি জিততে পারব।’ 

পেশাদার ফুটবলে অভিষেক মৌসুমে এই ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। দু’দলের ফুটবলারদের মধ্যে মারামারিতে ২০১৮ সালের সেই ফাইনালটি কলংকিত হয়ে আছে। সেদিন থেকে দেশের ফুটবলে কিংস-আবাহনীর দ্বৈরথের সূচনা হয়েছিল। ২০১৮ সালে আবাহনীর কাছে হারার পরের আসরের মধ্যে তিনবারই ট্রফি জিতেছে কিংস। অনুপযোগী মাঠে খেলা সম্ভব নয় বলে ২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে বসুন্ধরা। সেই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। তার পরের আসরে আবাহনীকে হারিয়ে ট্রফি জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

গত মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করা বসুন্ধরা জিতেছিল ঘরোয়া ট্রেবল। এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ভ্যালেরিও তিতার দলের। কারণ, অন্য পাশে ডাগ আউটে যে আছেন মারুফুল হকের মতো দারুণ মস্তিষ্কের কোচ। এই মৌসুমে লিগ এবং ফেড কাপ– দু’বারই কিংসকে হারিয়েছে আবাহনী। 

কক্ষপথে ফেরার জন্য এই ট্রফিটা কতটা গুরুত্বপূর্ণ, তা ভালো করেই জানা মারুফুলের, ‘ফাইনাল বলে আমরা কোনো চাপ নিচ্ছি না। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। যদিও বসুন্ধরা বর্তমান চ্যাম্পিয়ন এবং খুব ভালো একটা টিম, তারপরেও আমি আশাবাদী। মুখোমুখি হওয়া সর্বশেষ দুই ম্যাচে তাদের আমরা হারিয়েছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • আবাহনী-কিংসের শিরোপা লড়াই আজ
  • ‘২০১৮’ ফেরাতে চায় জিম্বাবুয়ে