সবুজ রঙের একটা ঘাসফড়িং। উড়ে এসে তনয়দের বারান্দার সিঁড়ির নিচে আছড়ে পড়লো। অমনি একটি শব্দ হলো। কোথা থেকে যে এটি এলো, কে জানে। তবে পতঙ্গটিকে একপলক দেখার জন্য কৌতূহলী হয়ে উঠলো তনয়।
এক পা দু-পা করে সে এগিয়ে গেলো ওটির দিকে। ঘাসফড়িংটার লম্বা পা দুটো ভাঙা। শরীরের সাথে কোনোরকম ঝুলে আছে। মেঝেতে ওটি চিৎ হয়ে পড়ে রইল। দেখে মনে হলো-এখন-তখন অবস্থা ওর। বারান্দার সিঁড়িতে বসে আধমরা ঘাসফড়িংটার ভবিষ্যৎ নিয়ে ভাবনাবিভোর তনয়।
সে সময় একটি খয়েরি ডানার চিল ওদের উঠোনের আকাশে একবার চক্কর দিয়ে গেলো। চিলটা আনমনে চিঁউ চিঁউ গান গেয়ে উঠলো। তনয় ঘাসফড়িংটির দিকে অপলক তাকিয়ে রইলো। ততোক্ষণে নিথর হয়ে গেছে বেচারা ঘাসফড়িং। দুটো ছোটো মাছি কী মনে করে যেন তার ওপর দিয়ে কয়েকবার ওড়াউড়ি করলো। তারপর ওরা নিরুদ্দেশ হয়ে গেলো। কোথায় যে গেলো কে জানে।
অল্পক্ষণ পরই কোথা থেকে যেন কয়েকটি পিপিলিকা ব্যস্ত হয়ে ছুটে এলো। তনয় মনে মনে ভাবলো, তবে কী মাছি দুটো গিয়ে পিপিলিকাদের খবরটা দিয়ে এলো! যে, এখানে একটা খাবার পড়ে আছে। তাড়াতাড়ি যাও। গিয়ে ভাগ বসাও।
দেখতে না-দেখতে ঘাসফড়িংটির কাছে অনেক পিপিলিকা এসে জড়ো হলো। এতো পিপিলিকা যে-কোথা থেকে আসছে, তনয় ঠিক বুঝতে পারছে না। পিপিলিকা আরও আসছে। আরও। আরও। দূর থেকে ওরা সারি বেঁধে খাবারের কাছে ছুটে আসছে।
তনয় ভাবলো, দেখি তো গিয়ে ওরা কোথা থেকে আসছে। ভেবে পিপিলিকার সারিটা দেখে সে এগিয়ে চললো। বেশিদূর যেতে হলো না তাকে। মিটার তিনেক পথ গিয়েই সে পিপিলিকার বাসাটি পেয়ে গেলো।
তনয় দেখতে পেলো দেয়ালের গায়ে সরু একটি ফাটল। ফাটলের ভেতর থেকে সারি বেঁধে পিপিলিকা বেরিয়ে আসছে। সৈনিকদের মতো শৃঙ্খলাবদ্ধ পিপিলিকার সারি। মার্চ করতে করতে যেন ওরা বেরিয়ে আসছে। পিপিলিকার সারিটা দেখে তনয় মনে মনে ভাবলো, ওরা কতই না পরিশ্রমী! নিজের খাবার নিজেরাই জোগাড় করে।
এরই মধ্যে পিপিলিকারা মৃত ঘাসফড়িংটিকে কামড়ে ধরে টানাটানি শুরু করে দিলো। প্রথমে ওরা ঘাসফড়িংটিকে টেনে নড়ানোর চেষ্টা করলো। যথাযথ নাড়াতেও পারলো। পরে তারা এটিকে কামড়ে ধরে নিয়ে তাদের বাসার উদ্দেশে যাত্রা শুরু করলো।
তনয় অবাক হয়ে ভাবতে লাগলো, এতো ছোটো ছোটো পিপিলিকা! অথচ কী চমৎকারভাবেই না খাবারটাকে কামড়ে ধরে বাসায় নিয়ে চলেছে। আচ্ছা, ঘাসফড়িংটাকে বাসা পর্যন্ত নিয়ে যেতে ওদের কতো সময় লাগতে পারে? এক ঘণ্টা। না, এক ঘণ্টায় ওরা কাজটা পারবে বলে মনে হয় না। কম করে হলেও ওদের তিন ঘণ্টা সময় লাগার কথা। তনয় মনে মনে ভাবলো, আচ্ছা দেখিই না ওরা কী করে।
মিনিট দশেক পর দেখা গেলো, ওরা ঘাসফড়িংটাকে মাত্র দুই সেন্টিমিটার পথ নিয়ে যেতে পেরেছে। তাতে কী! কাজটি করতে গিয়ে ওরা যে-হাল ছেড়ে দেয়নি, এটিই বড়ো কথা। আশ্চর্য ধৈর্য পিপিলিকার। আশ্চর্য অধ্যবসায়ী ওরা। আনন্দের সাথে ওরা কাজটি করে চলেছে।
যতোই ওরা ওরা তো আর জানে না যে-বিনা পরিশ্রমেই খাবারটা তাদের বাসার কাছে পৌঁছে গেছে। পরে যখন বুঝতে পারল, তখন মনে হলো খুশিই হয়েছে ওরা। তাই সারি বেঁধে দাঁড়িয়ে স্রষ্টাকে অনেক ধন্যবাদ দিলো। কারণ ওদের ধারণা, মহান স্রষ্টাই তাদের পরিশ্রম কমিয়ে দিয়েছেন।
তুমুল উদ্দীপনা নিয়ে পিপিলিকারা খাবারটা বাসার ভেতর নিয়ে যাওয়ার কাজে মেতে ওঠলো। এতো বড়ো একটা ঘাসফড়িং! ওরা এটিকে বাসার ভেতরে নিয়ে যাবে কেমন করে? দেয়ালের ফোকর দিয়ে সেটিকে ঢোকানো তো মুশকিল। ওরা প্রথমে ওটার লম্বা পা দুটো কেটে আলাদা করে নিলো। পরে মাথাটা কাটলো। তারপর শরীরটাও। এভাবে পিপিলিকারা তনয়ের চোখের সামনে আস্ত ঘাসফড়িংটাকে টুকরো টুকরো করে ওদের বাসায় নিয়ে গেলো।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বগুড়ায় প্রথম ধাপে বিএনপি-জামায়াতের ২৪১টি ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহার
বগুড়ায় বিগত সরকারের আমলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহার শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপে আদালতে বিচারাধীন ২৪১টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ৩২৮টি মামলা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শাখা-১ প্রথম ধাপে ২৪১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়ে ৭ এপ্রিল গেজেট প্রকাশ করা হয়। গতকাল মঙ্গলবার গেজেটের চিঠি বগুড়ায় আসে বলে জানিয়েছেন বগুড়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল বাছেদ।
পিপি আবদুল বাছেদ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ৭৬৬টি মামলা আদালতে এখনো বিচারাধীন। মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করে আইন ও বিচার মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপসলিসিটরের কাছে পাঠানো হয়। সেখান থেকে যাচাই-বাছাই শেষে মামলা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শাখা-১ প্রথম ধাপে ২৪১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। দ্বিতীয় ধাপে ২০ এপ্রিল সচিবালয়ে আইন উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির ১১তম সভায় বগুড়ার আরও ৩২৮টি মামলা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর থেকে গত বছরের আগস্ট পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে এক হাজারের বেশি মামলা হয়। এর মধ্যে বেশ কিছু মামলার রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন নেতা-কর্মীরা। আদালতে বিচারাধীন ছিল ৭৬৬টি মামলা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত বছরের ২২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে রাজনৈতিক মামলা প্রত্যাহারে জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্যসচিব করে পুলিশ সুপার ও সরকারি কৌঁসুলিকে (পিপি) সদস্য করে একটি কমিটি করা হয়। কমিটি ওই ৭৬৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
তবে এক–এগারো সরকারের সময় ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে ২০০৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন পর্যন্ত দায়ের হওয়া সব মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের দাবি করেছেন বগুড়ার বিএনপির নেতা-কর্মীরা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।