Samakal:
2025-03-17@08:18:54 GMT

মায়ের অফিসে বুলডোজার

Published: 17th, January 2025 GMT

মায়ের অফিসে বুলডোজার

ছোট্ট ঋক সকালে ঘুম থেকে উঠে মাকে খুঁজতে থাকে। তখন তার মাকে খুঁজে না পেয়ে মন খারাপ হয়ে যায়। কারণ তার মা প্রতিদিন সকালে অফিসে যান। সারাদিন মন খারাপ থাকলেও সন্ধ্যায় যখন মা বাড়ি ফেরেন তখন তার মন অনেক ভালো হয়ে যায়। একদিন মা তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। রাস্তায় যেতে যেতে ঋকের মা তাকে তাঁর অফিস দেখান। রিকশা থামিয়ে সে তখন চুপ করে মায়ের অফিস কিছুক্ষণ দেখে আর বলে, ‘মা, আমি তোমার অফিসটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলবো। তাহলে তুমি আমাকে রেখে আর অফিস যেতে পারবে না। আমার কাছেই থাকবে।’ ছেলের এমন কথা শুনে মায়ের চোখে পানি এসে পড়লো। 

ঋকের কাছ থেকে শুনে লেখাটা লিখেছেন ঋকের মা 

ঋকের বয়স: ১+১+২ বছর; সে নার্সারিতে পড়ে ঢাকার বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি স্কুলে
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিআইডির প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। 

সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

সংস্থাটি জানিয়েছে, রোববার (১৬ মার্চে) গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। 

এর আগে গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ