Samakal:
2025-02-01@06:42:14 GMT

মায়ের অফিসে বুলডোজার

Published: 17th, January 2025 GMT

মায়ের অফিসে বুলডোজার

ছোট্ট ঋক সকালে ঘুম থেকে উঠে মাকে খুঁজতে থাকে। তখন তার মাকে খুঁজে না পেয়ে মন খারাপ হয়ে যায়। কারণ তার মা প্রতিদিন সকালে অফিসে যান। সারাদিন মন খারাপ থাকলেও সন্ধ্যায় যখন মা বাড়ি ফেরেন তখন তার মন অনেক ভালো হয়ে যায়। একদিন মা তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। রাস্তায় যেতে যেতে ঋকের মা তাকে তাঁর অফিস দেখান। রিকশা থামিয়ে সে তখন চুপ করে মায়ের অফিস কিছুক্ষণ দেখে আর বলে, ‘মা, আমি তোমার অফিসটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলবো। তাহলে তুমি আমাকে রেখে আর অফিস যেতে পারবে না। আমার কাছেই থাকবে।’ ছেলের এমন কথা শুনে মায়ের চোখে পানি এসে পড়লো। 

ঋকের কাছ থেকে শুনে লেখাটা লিখেছেন ঋকের মা 

ঋকের বয়স: ১+১+২ বছর; সে নার্সারিতে পড়ে ঢাকার বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি স্কুলে
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইজতেমায় বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকা মুসলমানদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। তবে কত জোড়া বিয়ে অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসবে বলে জানান বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, “প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এ জন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।” 

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুপক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়।

আয়োজকরা বলছেন, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ। 

এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। এ দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। 

আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

ঢাকা/রেজাউল/ইমন

সম্পর্কিত নিবন্ধ