রাজধানীর হাতিরঝিলের বাগিচার টেক এলাকায় আমেরিকা প্রবাসী মাসুদ আলমকে মারধর ও নিজস্ব প্লট ছেড়ে চলে যাওয়ার হুমকির অভিযোগে মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত আসামিরা প্রবাসীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ডিএমপির হাতিরঝিল থানায় বুধবার চারজনের নাম উল্লেখ করে মামলা করেন মাসুদ আলম। আসামিরা হলেন, হাতিরঝিলের মহানগর প্রজেক্টের মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৫৬), শফিকুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), বাগিচার টেক এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম (৫৮) ও আব্দুল কালামের ছেলে মহিউদ্দিন (৩০)। 

মামলার এজাহারে মাসুদ আলম উল্লেখ করেন,‘প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে হাতিরঝিল থানার বাগিচার টেক এলাকার একটি প্লট (১৯/সি) কিনে ভোগ দখল করে আসছেন তিনি। কিছুদিন থেকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার সাইফুল ইসলাম ও তার লোকজন জমিটি দখল করার জন্য তাকে (মাসুদ) মারধর করে জমি ছেড়ে দিতে হুমকি দেয়। ১ জানুয়ারি গভীর রাতে তাকে এলোপাতাড়ি মারধর ও জখম করা হয়।’ 

মাসুদ আলম সমকালকে বলেছেন, মামলা করার পর থেকে প্লটটি ছেড়ে দেওয়ার জন্য তিনি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তার পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। 

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ‌‘এই ঘটনায় আমরা মামলা নিয়েছি। আসামিদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

জামালপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরের ইসলামপুরের যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুইজনকে উদ্ধার এখনো চলছে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। 

আজ বৃহস্পতিবার সকালে ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত বিল্লাল মন্ডল ইসলামপুর উপজেলার কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল মন্ডলের ছেলে। নিখোঁজ দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সকালে উপজেলার কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৪ ঘণ্টার চেষ্টায় বিল্লাল মন্ডল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। 

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত নৌকায় অতিরিক্ত যাত্রী উঠায় এ ঘটনা ঘটেছে। বাকি নিখোঁজ দুইজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।

সম্পর্কিত নিবন্ধ