চট্টগ্রামের পরের ম্যাচে খেলবেন খালেদ
Published: 17th, January 2025 GMT
বাংলাদেশের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাইগার এই পেসার এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন। গতকাল রাতে বিপিএলে চিটাগং-খুলনা ম্যাচের পরই তিনি জানতে পারেন, মা আর নেই। খবর পেয়েই নিজ বাড়ি সিলেটে চলে যান খালেদ। তাই আজ রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগংয়ের একাদশে ছিলেন না তিনি।
তবে একদিন বিরতি দিয়েই আগামীকাল চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন খালেদ। খেলবেন কিংসের পরের ম্যাচেই, রোববার ফরচুন বরিশালের বিপক্ষে। এমনটাই জানিয়েছে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি।
এদিকে বাংলাদেশের পেসারের মায়ের মৃত্যুতে রংপুর রাইডার্স ও চিটাগংয়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। যেখানে দুই দলের ক্রিকেটারের পাশপাপাশি, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালসরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লেখা হয়, ‘জাতীয় দলের পেস বোলার সৈয়দ খালেদ আহমেদের মা রাইমা বেগমের মৃ'ত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাইমা বেগম। তিনি ৬২ বছর বয়সী ছিলেন।’
শোক প্রকাশ করে আরো লেখা হয়, ‘বিসিবি সৈয়দ খালেদ আহমেদ এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সমবেদনা জানায়।’
উল্লেখ্য, এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে অসাধারণ খেলছেন খালেদ আহমেদ। ৫ ম্যাচে ৭.
উৎস: Samakal
কীওয়ার্ড: খ ল দ আহম দ ব প এল খ ল দ আহম দ
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের শুল্ক আরোপ: যুক্তরাষ্ট্রে গাড়ির চালান স্থগিত করবে জাগুয়ার ল্যান্ড রোভার
আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্ক আরোপের পর দেশটিতে গাড়ির সব চালান ‘স্থগিত’ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার। প্রতিষ্ঠানটি বলেছে, এ সময় তারা ‘বাণিজ্যের নতুন শর্তাবলি মোকাবিলা’ নিয়ে কাজ করবে।
গত বুধবার ট্রাম্পের শুল্ক আরোপের পর বিশ্ববাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ির ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। এতে সমস্যার মুখে পড়তে পারে যুক্তরাজ্যের গাড়ি উৎপাদনকারীরা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি গাড়ি রপ্তানি করে দেশটি।
এক বিবৃতিতে জাগুয়ার ল্যান্ড রোভারের মুখপাত্র বলেন, শুল্ক মোকাবিলায় স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ নিচ্ছে তাঁদের প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে গাড়ির চালান স্থগিত করা। এ সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে।
যুক্তরাজ্য থেকে যেকোনো পণ্যের তুলনায় গাড়ি বেশি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের শেষ পর্যন্ত আগের ১২ মাসে দেশটিতে ৮ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডের গাড়ি রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগ।
গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানির ওপর নতুন শুল্ক আরোপ শুরু হয়েছে। গাড়ির যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক আগামী মাস থেকে আরোপ করা হবে। এর বাইরে যুক্তরাজ্যের অন্যান্য পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে আলাদা ১০ শতাংশ শুল্ক দিতে হবে।
ট্রাম্পের শুল্ক আরোপের পর যখন বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে, তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য শুল্ক নিয়ে ধীরস্থিরভাবে পদক্ষেপ নেবে তাঁর সরকার। ‘বাণিজ্যযুদ্ধে’ জড়ানোর বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি।