রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দুই মোটরসাইকেলের সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত আফজালের ছোট ভাই মো.

রবিন মোল্লা বলেন, “তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচড় থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁ শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকেন। তিনি গণি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির ম্যাকানিকের কাজ করত।”

আরো পড়ুন:

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

তিনি আরো বলেন, “শুক্রবার ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তিনি। বিকেলে জানতে পারি হাতিরঝিল মহানগর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান। আর আহত ফুয়াদ হাসান (২৩) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন।”

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, “সন্ধ্যায় ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ