পুরুষদের বিপিএলের পরই নারীদের বিপিএল
Published: 17th, January 2025 GMT
মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা বহুবার শোনা গিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তবে এবার মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিগগিরই শুরু হওয়ার পথে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নারী বিপিএল।
এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জানান, ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরেই মিরপুরে শুরু হবে মেয়েদের বিপিএল। টুর্নামেন্টে তিনটি দল অংশ নেবে, প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার ও একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। প্রথম পর্বে তিনটি দল দু'বার পরস্পরের বিপক্ষে খেলবে, এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
নারী ক্রিকেটের উন্নতির জন্য এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী ফাহিম। তিনি বলেন, ‘আমরা নারী ক্রিকেটের এই প্রতিযোগিতা শুরু করতে চাই এবং দেখতে চাই, টি-টোয়েন্টি সংস্করণে এটি কীভাবে প্রভাব ফেলবে। আশা করছি, এটি নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
আজ টুর্নামেন্টটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে ফাহিম জানান, ‘আমরা উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব, তিনটি দল নিয়ে। বিপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে। এই লিগের সময়সীমা হবে ৮-৯ দিন।’
দল কম হওয়ার বিষয়ে ফাহিম বলেন, ‘আমাদের দেশে নারী ক্রিকেটারদের মানসম্পন্ন সংখ্যা খুব বেশি নেই, তাই আপাতত তিনটি দল নিয়ে লিগ শুরু করতে হচ্ছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহ এবং যোগ্যতা যাচাই করে দ্রুতই তিন দলের নাম ও মালিকানা চূড়ান্ত করা হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল দ র ব প এল হওয় র
এছাড়াও পড়ুন:
ঘুম থেকে উঠে দুই শিশুর রক্তাক্ত মরদেহ দেখেন মা
গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাটে দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে ও মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। পরিবারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন নানা বাড়িতে। শুক্রবার দুপুরে শিশুদের মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের মেঝেতে পড়ে আছে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ।
নিহতদের পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।