বন্দরে চিহৃিত মাদক ব্যবসায়ী রনীগং এর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৪ গ্রামের শত শত নারী পুরুষ।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ জুম্মা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা বড় জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১নং মাধবপাশা বড় জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক  মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং মাধবপাশা বড় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, আইনজীবী সহকারি আব্বাস মিয়া, সমাজ সেবক ও বিএনপি নেতা সুমন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল নোমান, সমাজ সেবক মনির মিয়া, কফিল উদ্দিন ও জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ১নং মাধবপাশা এলাকার চিহিৃত মাদক সম্রাট সইল্লা মিয়ার ছেলে  কুখ্যাত মাদক সম্রাট ও চাঁদাবাজ রনী ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে উল্লেখিত এলাকার শান্তি প্রিয় সাধারন জনগন।

রনীগং এর মাদক ব্যবসার কারনে  এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধ মূলক কর্মকান্ড ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। অনতিবিলম্বে সন্ত্রাসী রনীগংদের গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য  জেলা পুলিশ সুপার ও বন্দর থানা অফিসার ইনর্চাজের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আলাউদ্দিন, হাজী বাহাউদ্দিন, হাজী মহিউদ্দিন, অখিল উদ্দিন,আসলাম, হানিফ, জনী, মান্নান, হাশেম, বাবুল,  আনোয়ার,  নান্নু মিয়া, সামাদ, মাসুদ, রোমান, শিশির, নাঈম, সানিসহ ১নং মাধবপাশা, কান্দিপাড়া, ঘারমোড়া ও সেনাপাড়া এলাকার শতশত নারী পুরুষ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম ধবপ শ

এছাড়াও পড়ুন:

রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী ইবি কর্মকর্তার বহিষ্কার দাবি

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত কর্মকর্তা হলেন, ইবির আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাব রেজিস্ট্রার মোজাম্মেল হক।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

নারী কমিশনের সুপারিশ প্রত্যাহার দাবি ইবি শিক্ষার্থীদের 

রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি ইবির কর্মকর্তার, বহিষ্কার দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, মহান আল্লাহ স্বয়ং মহানবী (সা.) এর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সমস্ত পৃথিবীর রহমত স্বরূপ তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এ রকম এক মহামানবকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কটূক্তি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

বক্তারা আরো বলেন, কোনো ধরনের তদন্ত কমিটি গঠন বা কোন নাটক মঞ্চস্থের মধ্যে দিয়ে বিচারকে বিলম্বিত করা যাবে না। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই মোজাম্মেলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত করতে হবে।

মোজাম্মেল হককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মোজাম্মেল হক ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নবী-রাসুলদের নিয়ে কটূক্তি করে আসছিলেন বলে অভিযোগ গ্রামবাসীর। পরে তারা তাকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।পুলিশ মৌখিক মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগের নিকট তার বহিষ্কারের দাবি জানালে তদন্তে কমিটি গঠন করে বিভাগটি।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জমি দখলের প্রতিবাদ করায় মামলা-হয়রানি
  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • থানার পাশে অবৈধ বালুমহাল, ওসির প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা
  • রেজিস্ট্রারের অসদাচরণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার দ্রুত খোলার দাবি জানাল বায়রা
  • ফেনীতে একাধিক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
  • রাতে বালুর ট্রাকের টাকা গুনে নিচ্ছে পুলিশ
  • প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, স্কুলে তালা
  • গুম শিক্ষার্থীদের ফেরত দাবি জবি হিউম্যান রাইটস সোসাইটির
  • রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী ইবি কর্মকর্তার বহিষ্কার দাবি