চট্টগ্রামের বিপক্ষে রংপুরের ধীর শুরু
Published: 17th, January 2025 GMT
বিপিএলে চলমান মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নিজেদের খেলা ৭ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। এবার তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা চিটাগং কিংস। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ের লড়াইয়ে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস হারায় আগে ব্যাটিংয়ে নামে নুুরুল হাসান সোহানের রংপুর।
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে রংপুর। ইনিংসের প্রথম ওভারে মাত্র এক রান দিয়েছিলেন চট্টগ্রামের পেসার বিনুরা ফার্নান্দো। পরের ওভারে তরুণ মারুফ মৃধা দিয়েছেন মাত্র ৩ রান। দুই ওভারে ৪ রান তোলায় খানিকটা চাপে পড়ে যান তৌফিক খান তুষার ও স্টিভেন টেলর। তৃতীয় ওভারের তৃতীয় ডেলিভারিতে চার মেরে হাতখুলে খেলার ইঙ্গিত দিয়েছিলেন তৌফিক। তবে তাকে জ্বলে উঠতে দেননি আলিস আল ইসলাম। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে ক্যাচ দিয়ে ৫ রানে ফিরতে হয় তৌফিককে। ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩১ রানে ব্যাট করছে রংপুর।
চট্টগ্রামের একাদশে সুযোগ পেয়েছেন নাঈম ইসলাম, মারুফ মৃধা ও বিনুরা। রংপুরের একাদশে পরিবর্তন এসেছে দুটি। টানা ম্যাচ খেলার ধকল সামলাতে নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে তারা। সুযোগ মিলেছে স্পিনার রাকিবুল হাসান ও পেসার কামরুল ইসলাম রাব্বির।
রংপুর রাইডার্স: তৌফিক খান তুষার, স্টিভেন টেলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান, আকিফ জাভেদ এবং কামরুল ইসলাম রাব্বি।
চিটাগং কিংস: মোহাম্মদ মিঠুন, গ্রাহাম ক্লার্ক, উসমান খান, শামীম হোসেন, নাঈম ইসলাম, পারভেজ হোসেন ইমন, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, আলিস আল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং মারুফ মৃধা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯২তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং ইঞ্জি. মো. তৌহীদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব