নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া দুই ব্যক্তির মরদেহের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া মরদেহ যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি ফতুল্লা এলাকার বাসিন্দা। তিনি ৩ দিন আগে নিখোঁজ হয়েছিলেন সাইফুল। 

শুক্রবার (১৭ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো.

আব্দুল মাবুদ। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে ওই দুই মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইন্সপেক্টর মো. আব্দুল মাবু জানান, প্রাথমিকভাবে লাশ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুটি ৪-৫ দিনের আগে হবে। অজ্ঞাত পরিচয় অপর মরদেহটি একজন বৃদ্ধের। আমরা তার পরিচয় শনাক্তে কাজ করছি।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: শ তলক ষ য ন র য়ণগঞ জ মরদ হ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে এতিমখানার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) বিকেলে শহরের দেওভোগ নগর পার্ক সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এসময়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে এতিমখানার ছাত্রদের হাতে খাবার বিতরণ করা হয়। 

বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শাফিয়ান আহমেদ রিয়নের সভাপতিত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, বিএনপি নেতা সোহেল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব স্বপন, জেলা যুব সংহতি নেতা পারভেজ, জেলা জাতীয় ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, যুগ্ম আহ্বায়ক হাসান, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.হৃদয়, যুগ্ম আহ্বায়ক রাকিব, মহানগর নেতা সোয়াব, আনন্দসহ অনেকেই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে
  • আ’লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জাকির খানের মিছিল ও সমাবেশ
  • আরসা প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী রিমান্ড শেষে কারাগারে  
  • বিশেষ শিশুদের পাশে নারায়ণগঞ্জ ডিসি ‘ভিন্নতা নয়, সম্ভাবনার প্রতীক অটিজম’
  • রিমান্ড শেষে কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী
  • বিশেষ শিশুদের পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ‘ভিন্নতা নয়, সম্ভাবনার প্রতীক অটিজম’
  • আট দিনের রিমান্ড শেষে কারাগারে আরসার প্রধান আতাউল্লাহ ও পাঁচ সহযোগী
  •  জেলা প্রশাসনকে সহযোগীতা করবে হেফাজতে ইসলাম
  • আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
  • নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া