দেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে এ পরীক্ষা হয়। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী। রোববার অথবা সোমবার এ পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন সমকালকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে। ফলাফল তৈরির কাজ এরমধ্যে শুরু হয়েছে। আগামী রোববার অথবা সোমবার ফল প্রকাশ করা হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ দিন সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পরে তিনি সাংবাদিকদের বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, বরং সক্ষমতা বাড়াতে আরও শিক্ষক নিয়োগের ভাবনা রয়েছে সরকারের। প্রয়োজনে কলেজগুলোকে সমন্বয় করা হবে।

এ বছর এমবিবিএস ভর্তিতে আবেদন জমা পড়ে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। সেই হিসাবে একটি আসনের পরিবর্তে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ছাড়া বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।
মূল্যায়ন হবে ২০০ নম্বরে 

এত দিন এইচএসসির ফলাফলে ১২৫ নম্বর ও এসএসসির ৭৫ নম্বরের সঙ্গে ১০০ নম্বরের এমসিকিউ– এই ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হতো। তবে এবার এসএসসি ও এইচএসসির ফলাফলে সমান ৫০ নম্বর ধরা হয়েছে। সেই হিসাবে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব সরক র ল কল জ পর ক ষ

এছাড়াও পড়ুন:

বন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৩৩৭, আজই আবেদন করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। এই অধিদপ্তরে চার ক্যাটাগরির পদে ৩৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান

পদসংখ্যা: ১৩

যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পাস। দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে।

বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড–১২)

২. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২৫

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ৯৩০০-২৭৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: স্পিডবোট ড্রাইভার

পদসংখ্যা: ১৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্পিডবোট ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ স্পিডবোট অপারেটর সনদধারী হতে হবে।

বেতন স্কেল: ৯৩০০-২৭৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: বনপ্রহরী

পদসংখ্যা: ২৮৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার।

বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের বয়স

সব প্রার্থীর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

যেকোনো টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। সব গ্রেডের অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

/////////

আরও পড়ুন:

কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১

আনসার বাহিনীতে বড় নিয়োগ, পদ ২৭১

পুলিশ নেবে কনস্টেবল, আবেদন শুরু ৩ মার্চ

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি–২০২৫ পরীক্ষার ফরম পূরণ শুরু, প্রাইভেট পরীক্ষার্থীদের প্রতি ১৪ নির্দেশনা
  • যমজ বোনের ডেন্টালে ভর্তির সুযোগে আনন্দ, প্রথমবারের মতো আলাদা হওয়ার কষ্ট
  • নিটোরে ভর্তি, আবেদন সময় বাড়ল, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ জেনে নিন বিস্তারিত
  • ডেন্টালের ভর্তি পরীক্ষা: ৫৪৫ আসনের ফলাফল কখন, জানা যাবে দুপুরে
  • আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
  • আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
  • ইউসিবিডির আয়োজনে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • বন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৩৩৭, আজই আবেদন করুন
  • আইন মন্ত্রণালয়ের অধীন চাকরি, নবম গ্রেডসহ পদ ২৯
  • কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১