দেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে এ পরীক্ষা হয়। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী। রোববার অথবা সোমবার এ পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন সমকালকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে। ফলাফল তৈরির কাজ এরমধ্যে শুরু হয়েছে। আগামী রোববার অথবা সোমবার ফল প্রকাশ করা হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ দিন সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পরে তিনি সাংবাদিকদের বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, বরং সক্ষমতা বাড়াতে আরও শিক্ষক নিয়োগের ভাবনা রয়েছে সরকারের। প্রয়োজনে কলেজগুলোকে সমন্বয় করা হবে।

এ বছর এমবিবিএস ভর্তিতে আবেদন জমা পড়ে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। সেই হিসাবে একটি আসনের পরিবর্তে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ছাড়া বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।
মূল্যায়ন হবে ২০০ নম্বরে 

এত দিন এইচএসসির ফলাফলে ১২৫ নম্বর ও এসএসসির ৭৫ নম্বরের সঙ্গে ১০০ নম্বরের এমসিকিউ– এই ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হতো। তবে এবার এসএসসি ও এইচএসসির ফলাফলে সমান ৫০ নম্বর ধরা হয়েছে। সেই হিসাবে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব সরক র ল কল জ পর ক ষ

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অটোরিকশা উল্টে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলামের ( ১৭)  মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের  মহিষমারী সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়।

নিহত রাকিবুল ইসলাম উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসনের ছেলে ও বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন করেছেন।

আরো পড়ুন:

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলাম ও তার চার সহপাঠী অটোরিকশা ভাড়া করে গিয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তারা অটোরিকশায় করে বের হয়। এ সময় মাধনগর যাওয়ার পথে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে অটোরিকশা উল্টে গেলে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • আগৈলঝাড়ায় র‍্যাবের ওপর হামলার ঘটনায় দুই মামলা
  • যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা ভবন অবরুদ্ধ
  • বাউবিতে এলএলবি অনার্স কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
  • দারিদ্র্যের ঝড়ে ঝরছে শিক্ষার স্বপ্ন
  • পাস-ফেল দূরের কথা, যে স্কুলের কেউ পরীক্ষাই দিচ্ছে না
  • গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর
  • গণিত পরীক্ষা ‘ভালো না হওয়ায়’ কেন্দ্রে ভাঙচুর এসএসসি পরীক্ষার্থীদের
  • শরীয়তপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দুই ছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
  • এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের
  • মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা ও সাংস্কৃতিক উৎসব