নারীদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে তিন দল নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে নারীদের বিপিএল। যেখানে একজন করে বিদেশী ক্রিকেটার খেলার সুযোগ রেখেছে আয়োজকরা।

ডাবল লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে।

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এ খবর নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ম্যাচ প্রতি রেকর্ড ১৫০০ ডলারে বিপিএল আম্পায়ারিংয়ে সৈকত

টাকা পেয়েই ‘দুর্বার’ রাজশাহী

বিস্তারিত আসছে …

চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

মৌসুমের শেষ নিলামে আড়াই কোটি টাকার চা বিক্রি

দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। তিনটি ব্রোকার্সের মাধ্যমে মোট ১ লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছিল।

বুধবার (২৩ এপ্রিল) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চায়ের নিলাম বসে। নিলামে এনটিসি, রেহেনা চা বাগান, হামিদিয়া চা বাগান, সিলেটের লক্কাতুড়া চা বাগান ও পঞ্চগড়েরও কয়েকটি বাগানের চা তোলা হয়।

নিলামে সিলেটের লক্কাতুড়া চা বাগানের ইয়ং হাইসং টি সর্বোচ্চ দরে বিক্রি হয়। এই চা প্রতিকেজি ১৮৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। নিলামে ওঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।

টি ব্রোকার্স এসোসিয়েশন অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান বলেন, “২০২৪-২৫ নিলাম অর্থবছরের শেষ নিলাম আজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল, যে কারণে বায়ারদের আগ্রহ ছিল বেশি। ভাল ভাল অনেক বাগানের পাতা আজ নিলামে উঠেছিল।”

সম্পর্কিত নিবন্ধ