Risingbd:
2025-04-23@12:31:23 GMT

টাকা পেয়েই ‘দুর্বার’ রাজশাহী

Published: 17th, January 2025 GMT

টাকা পেয়েই ‘দুর্বার’ রাজশাহী

কথায় আছে না, মানি টকস! দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা সেটারই যেন প্রমাণ দিলেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পারিশ্রমিক পাননি বলে অনুশীলন বয়কট করেছিলেন। ম্যাচ না খেলার হুমকি দিয়েছিলেন। পরিস্থিতি সামলে ফ্র্যাঞ্চাইজিরা নগদ অর্থ পরিশোধ করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। মাঠে এবার খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজির মুখে হাসি ফোটালেন।

টাকা পেয়েই ‘দুর্বার’ দুর্বার রাজশাহী। শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়ে জয়ে ফিরেছে রাজশাহী। ব্যাটিং-বোলি-ফিল্ডিং তিন বিভাগে সমানতালে জ্বলে উঠে স্রেফ উড়িয়ে দিয়েছে সিলেটকে।

আগের দিন দলের ম্যানেজার মেহরাহ হোসেন অপি বলেছিলেন, ‘‘বিপিএলই তাদের (খেলোয়াড়দের) আয়ের বড় উৎস। ক্রিকেটারদের আয়ের উৎস যদি ভালো থাকে সেটার প্রতিফলন মাঠেও ঘটবে আমার বিশ্বাস।’’ বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানের কথার প্রতিফলন ২২ গজে দেখা মিলল। রাতে পারিশ্রমিক পেয়ে আজ দুপুরেই জ্বলে উঠেছেন তারা।

আরো পড়ুন:

মা হারালেন খালেদ, চিটাগং কিংসের শোক

সিলেটের সামনে ১৮৪ রানের চ্যালেঞ্জ

সিলেটের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান করে রাজশাহী। জবাবে তাদেরকে আটকে দেয় ১১৯ রানে। সাত ম্যাচে যা তাদের তৃতীয় জয়। সিলেটের সাত ম্যাচে পঞ্চম হার।

নানা জটিলতা কাটিয়ে আজ রাজশাহীর ক্রিকেটাররা মাঠে কেমন পারফর্ম করেন সেটা ছিল দেখার। হোটেল থেকে মাঠ, মাঠে নেমে ম্যাচ খেলা এবং সবশেষে জয় তুলে নেওয়া, সব কিছুতেই খেলোয়াড়দের নিবেদনে কোনো ঘাটতি চোখে পড়েনি। বরং পুরো দলকে প্রাণবন্ত মনে হয়েছে।

পারফরম্যান্সে সেই ছাপ দেখা গেল। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। ২৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান জিম্বাবুয়ের ক্রিকেটার। এছাড়া অধিনায়ক এনামুল হক বিজয় ২২ বলে ৩২, জিসান আলম ১৮ বলে ২০ রান করেন। ১৯ রানের দুইটি ইনিংস আসে মোহাম্মদ হারিস ও ইয়াসির আলীর ব্যাট থেকে। শেষ দিকে মৃত্যুঞ্জয়ের ১৪ রানে লড়াকু পুঁজি পায় রাজশাহী।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও যে-ই মাঠে গিয়েছেন ছোট কিন্তু কার্যকারী ইনিংস খেলে দলের ব্যাটিংয়ে অবদান রাখেন। তাতে ইনিংস বড় করতে না পারার ভুল কেটে যায়।

সিলেটের বোলিংয়ে তেমন আলো ছড়ায়নি। পেসার রুয়েল মিয়া ৩২ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। এছাড়া ২টি করে উইকেট নেন নাহিদুল ও নিহাদুজ্জামান। ৪ ওভারে ৩৯ ও ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন যথাক্রমে রিচ টপলি ও আরিফুল হক।

সিলেটের ব্যাটিং ছিল ছন্নছাড়া। দুই ওপেনার দুই অঙ্কে পৌঁছার আগেই সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে জাকির হাসান ও জর্জ মুনসে ৫৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু এনামুলের দুর্দান্ত ক্যাচে জাকির (৩৯) সাজঘরে ফেরার পর সিলেটের ব্যাকগিয়ারে চলা শুরু হয়ে যায়। এরপর তারা আর ম্যাচে ফেরেননি। অফস্পিনার ডেয়ালের বল স্লগ খেলতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন ২৮ বলে ৩৯ রান করা জাকির। সেখানে এনামুল দৌড়ে, ড্রাইভ দিয়ে ক্যাচ নেন। মুনসের ব্যাট থেকে আসে ২০ রান। শেষ দিকে জাকের আলী ৩ ছক্কায় ২০ বলে ৩১ রান করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।

ম্যাচ পরিচালনার সঙ্গে এনামুল ৩ ক্যাচ নিয়ে ফিল্ডিংয়ে অবদান রাখেন দারুণভাবে। বল হাতে ৩ উইকেট নিয়ে সানজামুল ছিলেন তাদের সেরা। ২টি করে উইকেট নেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও ডেয়াল।

শঙ্কা কাটিয়ে মাঠে ফিরে রাজশাহীর ক্রিকেটাররা দুর্দান্ত পারফলম্যান্সে জয়ে ফিরেছে। এই ধারাবাহিকতা সামনে থাকে নাকি সেটাই দেখার।

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট ন র ন কর

এছাড়াও পড়ুন:

ভিনির বিরুদ্ধে ফিফার তদন্ত, দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কা 

ব্রাজিলের এক প্রতিষ্ঠানের অভিযোগের প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে তদন্তে নেমেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অভিযোগের সত্যতা মিললে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তরুণ ফুটবলার ভিনি।

সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়াসের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একাধিক পেশাদার ক্লাবের মালিকানার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে। তিনি নাকি ব্রাজিল ও পর্তুগালের ক্লাবের মালিকানার সঙ্গে যুক্ত আছেন। পেশাদার ফুটবলার একাধিক ক্লাবের মালিকানা নিলে তা স্বার্থ দ্বন্দ্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে বড় সাজা দেওয়ার এখতিয়ার রাখে ফিফা।

বিষয়টির বিস্তারিত জানিয়ে সংবাদ মাধ্যম উল্লেখ করেছে, ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ‘টাইবেরিস হোল্ডিং দো ব্রাজিল’ গত ৭ এপ্রিল ফিফার ফুটবল বিষয়ক নৈতিক কমিটির কাছে ভিনিসিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে- ভিনিসিয়াস ব্রাজিলের ‘অ্যাথলেটিক ক্লাব দে সাও জোয়াও দেল রেই’ এবং পর্তুগালের ‘আলভের্কা’ ক্লাবের সঙ্গে যুক্ত আছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- ভিনিসিয়াস তার বাবার প্রতিষ্ঠান ‘অল এজেন্সিয়ামেন্টো স্পোর্তিভো’র মাধ্যমে ক্লাবগুলো পরিচালনা করেন বা অর্থায়ন করেন। অর্থাৎ ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নাও থাকতে পারেন তিনি। তবে ফিফার নিয়মে বলা আছে- সরাসরি বা পরোক্ষভাবে একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কোন পেশাদার ফুটবলার।

বিষয়টি নিয়ে ফিফার বিধির ২০ ও ২২ নম্বর ধারায় বিস্তারিত বিবরণ দেওয়া আছে। ওই দুই ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। স্বার্থ দ্বন্দ্বের এই অভিযোগ প্রমাণিত হলে ভিনি সাজা পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। যা দুই বছর পর্যন্ত হতে পারে। মার্কা দাবি করেছে, ফিফা এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

ভিনির বিরুদ্ধে স্বার্থ দ্বন্দ্বের খবর দেওয়ার সঙ্গে স্প্যানিশ আউটলেট মার্কা আরও একটি খবর দিয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে ভিনির। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ছিল তার। ওই চুক্তি বাড়িয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত করা হচ্ছে। এতে করে আপাতত ভিনির প্রতি সৌদি ক্লাবের আগ্রহের খবরটি চাপা পড়ছে। তিনি ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। 

সম্পর্কিত নিবন্ধ