স্বচ্ছ নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন: সারজিস
Published: 17th, January 2025 GMT
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, “স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। সংস্কারগুলো হওয়ার পর যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে যে নির্বাচন প্রত্যাশা করছি, তা পূরণ হবে।”
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করব না। কিন্তু, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া অবাস্তব এবং অসম্ভব। এত বড় একটি অভ্যুত্থান, এত রক্ত-জীবন গেলো; সকল কিছুর বিনিময়ে যে চাওয়া, এ চাওয়াটা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু, ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা, বিচার ব্যবস্থা সংস্কার অসম্ভব।”
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে বলেছিল, ২০২৬ সালের মাঝামাঝির আগেই নির্বাচন দেবে। অর্থাৎ, অভ্যুত্থানের দুই বছরও হচ্ছে না। তারা যদি মনে করেন, আরো ২-৪ মাস আগেই নির্বাচন দেবেন, তাও যৌক্তিক হতে পারে। আমরা এমনটাও শুনেছিলাম, ২৫ সালের ডিসেম্বরে অথবা ২৬ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব।”
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বলেন, “অন্যায়-অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা ও উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্পকারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক, সেটা কীভাবে আদায় করা যায়, আমরা প্রাণপণ চেষ্টা করব।”
অনুষ্ঠানে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী, আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু উপস্থিত ছিলেন।
ঢাকা/নাঈম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইফতারের দোয়া
রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।
নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)
ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)
ইফতারের দোয়া বাংলাহে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।
রোজার নিয়ত