যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষক অনুষ্ঠানে যোগ দেবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত শি জিনপিং যাচ্ছেন না। তবে তাঁর পরিবর্তে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেংক।

অভিষেক অনুষ্ঠানের তিনদিন আগে আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হান ঝেং অভিষেক অনুষ্ঠানে যোগ দিলে তা হবে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনের কোনো সিনিয়র নেতার উপস্থিতির বিরল ঘটনা। 

চীন জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট হান ঝেং সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে, বেইজিং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সংলাপ বাড়াতে প্রস্তুত। 

চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) বলেছে, ‌‘আমরা নতুন মার্কিন সরকারের সঙ্গে সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা প্রসারিত করতে প্রস্তুত। চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল এবং টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ কতে চাই। চীন সবসময় পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার নীতি অনুসারে চীন-মার্কিন সম্পর্ককে দেখেছে এবং বিকাশ করেছে।

সিসিটিভি বলেছে, চীন ‘নতুন যুগে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি সঠিক পথ খুঁজে বের করতে প্রস্তুত।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। 

রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।

স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ