গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘‘শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার এবং মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক এবং জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই গণঅভ্যুত্থান হয়েছে।’’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘অধিকাংশ সংস্কার বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে হাঁটবেন। তবে, সরকারকে গতিশীল করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।’’

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিটি বাজার সংলগ্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘‘গত দেড় দশকে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সংকটে ফেলেছিল। যে কারণে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। তাই এই গণঅভ্যুত্থানের আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক সকল প্রকারের বৈধতা দানের জন্যই জুলাই ঘোষণাপত্র দরকার।’’

এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না।’’

এ সময় গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সদস্য হানিফ খান সজীবসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন

এছাড়াও পড়ুন:

আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও ভিপি নূর

জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ। বুধবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দল দুটির বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে। 

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, গণহত্যায় জড়িতদের বিচার, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। 

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদ একমত হয়েছে।

রেজাউল করীম বলেন, গত ৫৩ বছরে পেশিশক্তি প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে অযোগ্য লোকজন ক্ষমতায় বসে দেশকে অশান্ত করেছিল। সে জন্য আনুপাতিক পদ্ধতির নির্বাচনে একমত হয়েছি।

ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক বলেন, কিছু মৌলিক সংস্কার না হলে দেশে আবার স্বৈরাচার, ফ্যাসিস্ট শাসন তৈরি হবে। জুলাই গণঅভ্যুত্থানে নির্মম গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইছি। তাদের রাজনীতির সুযোগ পাওয়া উচিত নয়।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণঅধিকার পরিষদ অনেক আগে থেকেই একমত বলে জানিয়েছেন নূর। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নির্বাচন বাতিল করা দরকার। গত আট মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় সেবা পেতে মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। কিছু মানুষ জোর করে আধিপত্য বিস্তার করছে। সে জন্য স্থানীয় নির্বাচন কিছুটা স্বস্তি দিতে পারে। জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য কিছু সময়ের প্রয়োজন। আবার জাতীয় ঐকমত্যেরও প্রয়োজন। অন্তত তার আগে স্থানীয় নির্বাচন হতে পারে। বাংলাদেশ এমন রাষ্ট্র হবে, যেখানে ইসলামী আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করা হবে না।

বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। এছাড়া গণঅধিকারের মুখপাত্র ফারুক হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • অন্তর্বর্তী সরকার যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি: ফরহাদ মজহার
  • মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান সাইফুল হকের 
  • আন্দোলন মনে হয় বিক্রি হয়ে যাচ্ছে: তাহির জামান প্রিয়র মা
  • আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও নুর
  • আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও নূর
  • আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও ভিপি নূর
  • প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দাবি করলেন নুর
  • প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানালেন ভিপি নুর