‘ফার্গি টাইমে’ ম্যাচ জিতে আমোরিম জানালেন ম্যানইউ ভালো খেলেনি
Published: 17th, January 2025 GMT
ম্যানুয়েল উগার্তে বিরতিতে যাওয়ার ঠিক আগে যখন নিজেদের জালে বল জড়ালেন তখন ম্যানইউকে চোখ রাঙাচ্ছিল ৯১ বছরের পুরোনো এক লজ্জার রেকর্ড। এই সময়ের মাঝে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে টানা ৩ ম্যাচের বেশি হারের নজির ছিল না। তবে তরুণ তুর্কি আমাদ দিয়ালোর অনবদ্য হ্যাটট্রিকে সাউথাম্পটনের বিপক্ষে শেষ পর্যন্ত ম্যাচটা ৩-১ ব্যবধানে জিতে লজ্জার হাত থেকে বাঁচে ইউনাইটেড। ম্যাচ জিতলেও রেড ডেভিলদের পর্তুগীজ কোচ দলের পারফরম্যান্সে সন্তষ্ট নয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন টেবিলের তলানির দল সাউথাম্পটন। আগের ২০ ম্যাচে যাদের জয় ছিল মাত্র একটি, গোল হজম করেছিল ৪৪টি! এমন দলের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে যায় স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। এমনকি প্রথম গোলের দেখা পেতে হিমশিম খেতে হলো। একটা পর্যায়ে মনে হচ্ছিল ২০২৩ সালের ফেব্রুয়ারির পর অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেতে যাচ্ছে সাউথাম্পটন।
ম্যাচের এমন অবস্থাতে জাদু দেখাতে শুরু করেন দিয়ালো। ম্যাচের ৮২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। এরপরও মনে হচ্ছিল ম্যাচ ড্রর দিকেই যাচ্ছে। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে বা ‘ফার্গি টাইমে’ আরও দুই গোল করে বসেন উইঙ্গার দিয়ালো। এই ২২ বছর বয়সী আইভোরিয়ান তার হ্যাটট্রিক আদায় করেন ১২ মিনিটের মাঝে।
কদিন আগেই দিয়ালোকে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করিয়েছিলেন আমোরিম। হ্যাটট্রিক করে যেন তারই প্রতিদান দিল এই মৌসুমে ৯ গোল ও ৭ অ্যাসিস্ট করা এই উইঙ্গার। আয়ভোরিয়ান তরুণ তুর্কিকে নিয়ে কোচের মুখে তাই প্রশংসার ধ্বনি, “সে (দিয়ালো) দুর্দান্ত খেলেছে। প্রয়োজনের মুহূর্তে এমন একটা ক্লাবের জন্য হ্যাটট্রিক করাটা একজন তরুণ ফুটবলারের জন্য দারুণ ব্যাপার।”
আরো পড়ুন:
এন্ড্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল
ইয়ামালই এই মুহূর্তে সেরা তবে মেসির পরে
এই ম্যাচটা হারলে নিশ্চিতভাবে ম্যানইউর ম্যানেজম্যান্টের সমালোচনার তীর ধেয়ে আসত পর্তুগিজ কোচের দিকে। তবে দিয়ালো তাকে সেই ঝামেলা থেকে আপাতত বাঁচিয়ে দিয়েছেন। দলটির মালিক স্যার জিম র্যাটক্লিফের সঙ্গে আলোচনার ব্যাপারে আমোরিম জানান, “ম্যাচের ফলাফল আলাপকে সহজ করেছে। আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।” অন্যদিকে শেষ মুহূর্তের অসাধারণ জয়ের পরও নিজেদের সমালোচনা করতে পিছ পা হলেন না ৩৯ বছর বয়সী এই কোচ, “আমরা ভালো খেলিনি। প্রথমার্ধে, আমরা খুব হাই প্রেস করার চেষ্টা করেছিলাম, যা আমাদের ভুগিয়েছে।”
ব্যর্থতায় ভরা মৌসুমে এবারের লিগে মাত্র সপ্তম জয় পেল ইউনাইটেড। সেই সঙ্গে পাঁচ ড্রয়ে ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে তারা।
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল পর ত গ ল প রথম
এছাড়াও পড়ুন:
সরকার লক্ষ্যে স্থির থাকতে পারছে না: মোহাম্মদ জকারিয়া
নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকারিয়া বলেছেন, অনেকেই এখন গণ–অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ সোমবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জকারিয়া এ কথা বলেন। রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ ইফতার কার্যক্রম শুরু হয়েছে।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান প্রমুখ।