ক’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক অবসর বলেছেন তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে দেওয়া অবসর বার্তায় তামিম জানিয়েছিলেন, তার ছেলে খুব করে চেয়েছিল বাবা আবার জাতীয় দলের জার্সিতে খেলুক। কিন্তু তামিম নিজের মনের কথা শুনেছেন। ‘বাবার অবসরের কারণ বড় হলে বুঝতে পারবা’, ছেলেকে দিয়েছেন এমন বার্তা। 

বৃহস্পতিবার চট্টগ্রামে পর্বে তামিমের খেলা দেখতে এসেছিল তার ছেলে আরহাম ইকবাল খান। ঢাকা থেকে খেলা দেখতে আসা ছেলেকে ভালো একটা ইনিংস দেখাতে পেরে ও তার দল জয় পাওয়ায় খুশি বলে ম্যাচ শেষে জানান দেশ সেরা ওপেনার তামিম। 

তিনি বলেন, ‘ছেলে কথা বলতেছে তা তো আমি দেখিনি। কিন্তু এটা জানি ও ঢাকা থেকে আসছে খেলা দেখার জন্য। ও যেটা দেখতে চেয়েছিল, একটা ভালো খেলা দেখতে পেরেছে এজন্য হ্যাপি।’ 

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তামিমের দল বরিশাল এদিন ৮ উইকেটে জিতেছে। ঢাকা ১৩৯ রানে অলআউট হয়। জবাবে তামিমরা ১৬ ওভারে রান তুলে ফেলে। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। দলের খেলা নিয়ে তিনি বলেন, ‘আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। আমাদের হাতে উইকেট ছিল, ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

শুধু খেলতেই নয়, আরেকটি বিশ্বকাপ জিততেও চান কোহলি

কত আলোচনাই হয়েছে বিষয়টি নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদমাধ্যমে কত ধরনের খবরই না বেরিয়েছে। এটাই কি ওয়ানডেতে রোহিত শর্মা আর বিরাট কোহলির শেষ অভিযান কি না, এমন প্রশ্ন ঘুরেছে ক্রিকেট–বিশ্বে। ভারত যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতল, কতজনই অপেক্ষায় ছিলেন, রোহিত ও কোহলি কখন অবসরের ঘোষণা দেন! ঘোষণা আসছে না বলে রোহিতকে তো ফাইনালের পর হওয়া সংবাদ সম্মেলনে প্রশ্নই করা হলো, ওয়ানডে ক্যারিয়ারের যতি টানবেন কবে। রোহিত সময়ের হাতেই তুলে রেখেছেন তার উত্তর। কোহলি এত দিন কিছু বলেননি, তবে এবার ইঙ্গিত দিলেন আরেকটি বিশ্বকাপ খেলতে চান।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক তাঁর কাছে জানতে চান ক্যারিয়ারের পরবর্তী লক্ষ্যের কথা। কোহলির উত্তর, ‘জানি না পরবর্তী বড় পদক্ষেপ কী! তবে পরের বিশ্বকাপ জেতার চেষ্টা করব।’ টি-টোয়েন্টি থেকে যেহেতু আগেই অবসর নিয়ে ফেলেছেন, তাই কোহলি যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথাই বলেছেন, সেটা না বললেও চলে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

সম্প্রতি ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন কোহলি

সম্পর্কিত নিবন্ধ

  • শুধু খেলতেই নয়, আরেকটি বিশ্বকাপ জিততেও চান কোহলি