ছেলেকে ভালো খেলা দেখাতে পেরে খুশি তামিম
Published: 17th, January 2025 GMT
ক’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক অবসর বলেছেন তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে দেওয়া অবসর বার্তায় তামিম জানিয়েছিলেন, তার ছেলে খুব করে চেয়েছিল বাবা আবার জাতীয় দলের জার্সিতে খেলুক। কিন্তু তামিম নিজের মনের কথা শুনেছেন। ‘বাবার অবসরের কারণ বড় হলে বুঝতে পারবা’, ছেলেকে দিয়েছেন এমন বার্তা।
বৃহস্পতিবার চট্টগ্রামে পর্বে তামিমের খেলা দেখতে এসেছিল তার ছেলে আরহাম ইকবাল খান। ঢাকা থেকে খেলা দেখতে আসা ছেলেকে ভালো একটা ইনিংস দেখাতে পেরে ও তার দল জয় পাওয়ায় খুশি বলে ম্যাচ শেষে জানান দেশ সেরা ওপেনার তামিম।
তিনি বলেন, ‘ছেলে কথা বলতেছে তা তো আমি দেখিনি। কিন্তু এটা জানি ও ঢাকা থেকে আসছে খেলা দেখার জন্য। ও যেটা দেখতে চেয়েছিল, একটা ভালো খেলা দেখতে পেরেছে এজন্য হ্যাপি।’
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তামিমের দল বরিশাল এদিন ৮ উইকেটে জিতেছে। ঢাকা ১৩৯ রানে অলআউট হয়। জবাবে তামিমরা ১৬ ওভারে রান তুলে ফেলে। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। দলের খেলা নিয়ে তিনি বলেন, ‘আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। আমাদের হাতে উইকেট ছিল, ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
সাত মাস পর কেন্দ্রীয় চুক্তি, সুখবর পেলেন পান্ত-আইয়ার-ইশান
গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দেশটির ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় বলবেন কিনা তার ওপর ঝুঁলে ছিল কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত। তারা অবসরে না যাওয়ায় ক্রিকেটার সাত মাস চুক্তিহীন থাকার পর অবশেষে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল বিসিসিআই।
নতুন এই চুক্তিতে প্রোমোশন পেয়েছেন ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আলো ছড়ানো ঋষভ পান্ত। তিনি পূর্বে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন। নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে ঢুকেছেন। এছাড়া অবসর নেওয়ায় রবিশচন্দন অশ্বিন চুক্তি থেকে বাদ পড়েছেন। নতুন এই কেন্দ্রীয় চুক্তি গত ১ অক্টোবর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে। অর্থাৎ চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটাররা গত বছরের অক্টোবর থেকে হিসেবে করে বেতন পাবেন।
ঘরোয়া ক্রিকেটে অনীহা দেখানোর অভিযোগে ভারতের দুই ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও ইশান কিশাণ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। তারা আবার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ক্রিকেট খেলা আইয়ার ‘বি’ ক্যাটাগরিতে আছেন। ইশান কিশান আছেন ‘সি’ ক্যাটাগরিতে।
ভারতের ক্রিকেটারদের চার ক্যাটাগরি তথা ‘এ প্লাস, এ, বি ও সি’তে কেন্দ্রীয় চুক্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা আছেন এ প্লাস ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল, শুভমন গিল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। ‘বি’ ক্যাটাগরিতে আছেন শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব ও জশস্বী জয়সোয়াল।
‘সি’ ক্যাটাগরিতে আছেন ১৯ ক্রিকেটার। তারা হলেন- রিংকু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গাইকোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণয়, ওয়াসিংটন সুন্দর, মুকেশ কুমার, সানজু স্যামসন, অর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজদ পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নিতিশ রেড্ডি, ইশান কিশান, অভিষেক শর্মা, আকাশ দ্বীপ, বরুণ চক্রবর্তী ও হার্শিট রানা।
চুক্তি থেকে বাদ পড়েছেন: শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, কেএস ভারত, আবেশ খান, বিজয়কুমার বশাক, উমরান মালিক, ইয়াশ দয়াল ও বিদ্যুত কাভিরাপ্পা।
চুক্তিতে ঢুকেছেন: ধ্রুব জুরেল, সরফরাজ খান, নিতিশ রেড্ডি, ইশান কিশান, অভিষেক শর্মা, বরু চক্রবর্তী, হার্শিট রানা, শ্রেয়াস আইয়ার ও আকাশ দ্বীপ।