দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
Published: 17th, January 2025 GMT
ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলীম দাইয়ান সমকালকে জানান, ‘ঘন কুয়াশায় ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। এখন আবার চালু হয়েছে। বর্তমানে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।’
এর আগে আজ ভোর সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে নদীর দুই পাড়ে যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১ ঘণ্টায় লেনদেন ৯৬ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, দর কমেছে ১২৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯৬ কোটি ২২ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, দর কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৪৩ লাখ টাকা।
এসকেএস