যাত্রীর সঙ্গে হাতাহাতি: বিমানবন্দর থেকে সরানো হলো দুই নিরাপত্তাকর্মীকে
Published: 17th, January 2025 GMT
বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ে প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রক্তাক্ত হওয়ার ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে বিমানবন্দরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছে। তদন্তের ভিত্তিতে দুই নিরাপত্তাকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরো তদন্ত হবে।’’
মো.
উল্লেখ্য, গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনের সঙ্গে ও নিরাপত্তাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রক্তাক্ত হন সাঈদ উদ্দিন।
ঢাকা/হাসান/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিম, দুধের পর ম্যাচসেরার পুরস্কার ভেড়ার বাচ্চা—নরওয়ের ক্লাবের কেন এমন উদ্যোগ
ঐতিহ্যটা তাহলে ধরে রেখেই চলেছে ব্রাইন এফকে!
নরওয়ের এই ফুটবল ক্লাব গত মাসে ম্যাচসেরার পুরস্কার দিয়েছিল চার ট্রে ডিম। এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ। আর সোমবার রাতে ম্যাচসেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে একটি আস্ত ভেড়ার বাচ্চা!
এই পুরস্কার পেয়ে খুশিতে আটখানা অ্যাক্সেল ক্রাইগার। ২৭ বছর বয়সী ক্রাইগার ব্রাইন এফকের ডিফেন্সিভ মিডফিল্ডার।
সোমবার নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচে হেগসুন্দকে ৩–১ গোলে হারায় ব্রাইন। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্রাইগার। ৮৬ মিনিটে মাঠ ছাড়ার আগপর্যন্ত তিনি দারুণ খেলেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন সাদা ফুটফুটে ভেড়ার বাচ্চা। মেষশাবক হাতে ক্রাইগারের ছবি ব্রাইনই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।
গত মাসে একটি ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে ডিম উপহার পেয়েছিলেন ব্রাইন গোলকিপার ইয়ান দে বোয়ের