জীবনে সফল হওয়ার জন্যে পরিকল্পনা মাফিক ‘ডেইলি রুটিন’ অনুসরণ করার বিকল্প নেই। সঠিক পরিশ্রম ও পরিকল্পনা থাকলে একজন মানুষ পৌঁছাতে পারে সফলতার শীর্ষে। বিশ্বের সকল সফল ব্যক্তিরাই নিজেদের কাজের জন্যে একটি রুটিন মেনে চলেছেন। আসুন, জেনে নেওয়া যাক, কীভাবে কাজের জন্যে একটি ভালো রুটিন তৈরি করা যায়।

সকালের জন্যে কার্যকর একটি রুটিন তৈরি করুন: সকলেই জানেন যে সকালের জন্যে একটি ভালো রুটিন জীবনের জন্যে কতটা কার্যকর। সকালে যে কাজ আপনার মন করতে চায় এবং সাচ্ছন্দ্যবোধ করেন সেই কাজ করা প্রয়োজন। চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিও সকালে করতে পারেন। এতে করে নিজে যেমন কনফিডেন্স পাবেন, তেমনি সকালটিও ভালো যাবে।

কাজের জন্যে একটি নির্দিষ্ট সময় ও স্থান রাখুন: যেকোন কাজের জন্যে সময় ঠিক করে নেওয়া জরুরি। সময়মত কাজ করলে কাজ বেশি আগানো যায়। সপ্তাহ পর হিসাব মিলিয়ে দেখা যায় কতটা কাজ বাকি আছে। রুটিন অনুযায়ী কাজ না রাখলে দেখা যাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয়নি, বা কম হয়েছে। কাজের জন্যে আলাদা একটি ঘর রাখাও জরুরি বা ডেস্ক। যেখানে শুধুই কাজ করা হবে। কাজ ছাড়া সেখানে না থাকাই ভালো। অনেকেই পরিবারের সাথে  থেকে কাজ করতে পারেন না ঠিকঠাক, হয়তো পরিবারের কেউ তাকে কাজে ডাকে বা কোন ঝামেলায় জড়িয়ে যায়। তাই কাজের জন্যে নির্দিষ্ট সময় ও স্থান রাখা প্রয়োজন এতে কাজ ভালো হয়।

লক্ষ নির্ধারণ করুন: যেকোন কাজ ভালো করার জন্যে একটি লক্ষ থাকা প্রয়োজন। লক্ষ নির্ধারণ না করলে কাজ শেষ করা কঠিন হয়ে পড়বে। কাজের জন্যে একটি লিস্ট করা প্রয়োজন। কোন কাজটি আগে করা হবে, কতদিনের মধ্যে করা হবে সে বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। এসব লক্ষ্য পূরণ হলে নিজেকে নিজে উৎসাহ দেওয়া প্রয়োজন এতে কাজের প্রতি আরো অনুপ্রেরণা বাড়বে।

গভীরভাবে কাজে মনযোগ দিন: অনেকেই দেখা যায় কাজের সময় ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করেন। এতে করে কাজ ঠিকঠাক হয়ে ওঠে না। তাই কাজের সময়টুকু শুধুমাত্র কাজের জন্যেই রাখা প্রয়োজন। কাজের ফাঁকে ফাঁকে হাঁটাচলা করা যেতে পারে এতে একগুঁয়েমি কেটে আরো সতেজ অনুভব করা যাবে। কাজ শেষে পুরোপুরি সময় নিজেকে ও পরিবারকে দিন।

নিজের প্রতি যত্ন নিন: কাজের ফাঁকে ফাঁকেও নিজের জন্যে যত্ন নিতে হবে। নিজে সুস্থ না থাকলে লক্ষ্যে পৌঁছানো কষ্টকর হয়ে যাবে। কাজের ত্রিশ মিনিট পর পর পানি পান করুন এবং একটি হাঁটুন বা শরীরকে নাড়াচাড়া করুন। যদি সম্ভব হয়, অফিসের লাঞ্চের সময় সাস্থ্যকর খাবার খান এবং একটু বিশ্রাম নিন। এতে অফিসের কাজ থেকে মানসিকভাবে নিজেকে দূরে রাখতে পারবেন এবং নিজের কাজ ভালোভাবে করার জন্যে নিজেকে রিফ্রেশ করতে পারবেন।


সূত্র: দ্যা হেভেন, ওয়ান্ডারমাইন ও ফুল ফোকাস অবলম্বনে

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক জ র জন য ক জ কর

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা বেগম (৪৫) নামে গৃবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রউফ মিয়ার বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। হত্যায় ব্যবহৃত শাবল ও ছুরি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।

নিহত সুলেখা বেগম উপজেলার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। অভিযুক্ত পাশ্ববর্তী নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়া।

আরো পড়ুন:

রাউজানে যুবদল কর্মীকে মাথায়-বুকে গুলি করে হত্যা

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এলাকাবাসী জানান, ২০ বছর আগে নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়ার সঙ্গে বিয়ে হয় সুলেখা বেগমের। কয়েক বছর ধরে এই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহ চলছিল।

বুধবার সকালে বাড়িতে সুলেখা বেগম ঘুমিয়ে ছিলেন। এসময় রউফ মিয়া শাবল দিয়ে আঘাত করে সুলেখা বেগমকে অজ্ঞান করেন। পরে ছুরি দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন তিনি।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ