হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন আজ শুক্রবার। উদ্বোধনের পর বিভিন্ন কলেজের কার্যক্রম এই অস্থায়ী কার্যালয় থেকে শুরু হবে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে এ উপলক্ষে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড.

এএসএম আমানুল্লাহ। 

এ সময় তিনি বলেন, “শিগগিরই স্থায়ীভাবে আঞ্চলিক কার্যালয় করতে যাচ্ছি আমরা। এজন্য সাংবাদিক ও সুধীজনের সহযোগীতা প্রয়োজন।”

ভিসি বলেন, “বসে থাকলে চলবে না। উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিশেষ করে উন্নত যোগাযোগের মাধ্যম শায়েস্তাগঞ্জে টেকনিক্যাল ও বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। আমি সব ধরনের সহযোগিতা করব। এখান থেকে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। তাহলে চাকরির পেছনে দৌড়াতে হবে না। চাকরি তাদের পেছনে ঘুরবে। সহজে কর্মসংস্থান তৈরি হবে।”   

তিনি বলেন, “দেশের নানা স্থানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনার্স-মাস্টার্স কলেজ করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে এইসব কলেজগুলোতে পড়ালেখা হয় না। শিক্ষকদের ঠিক মতো বেতন দেওয়া হয় না। এইসব কলেজের কার্যক্রম বন্ধ করা হবে।”

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস, থানার ওসি দিলীপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তুফা, পঞ্চাশ হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মো. শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, শাহ মোস্তুফা কামাল, মো. মহিবুর রহমান, মোহাম্মদ শফিক মিয়া, তোফায়েল আহমেদ মনির, শামীম আহমেদ, মো. শামীম চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন, সাংবাদিক অপু দাস, আব্দুস শহিদ, জনি আহমেদ, আজমান আলী, ইনজামামুল হক নাঈম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল আলম রিপন, সাংস্কৃতিক কর্মী জিতু আহমেদ মাখন, অ্যাডভোকেট অলিউর রহমান প্রমুখ। 

এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকমণ্ডলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি ভিসি অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

ঢাকা/মামুন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন কল জ র আহম দ

এছাড়াও পড়ুন:

ঈদের শাড়ি পরে রান্নার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় আগুন লেগে ঊর্মি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে আগুনে দগ্ধ হন ঊর্মি। ওইদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঊর্মি (২৫) উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের দেয়াঙ আলী চৌধুরীবাড়ির নঈম উদ্দিন ওরফে বাঁচা মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন নতুন শাড়ি পরা অবস্থায় ঊর্মি রান্না করছিলেন। তখন অসাবধানতাবশত চুলা থেকে শাড়িতে আগুন ধরে যায়। এক পর্যায়ে তিনি রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, শাড়িতে আগুন লেগে গৃহবধূ ঊর্মির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়্যবুর রহমান জানান, ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ