দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
Published: 17th, January 2025 GMT
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বের শত্রুতার জেরে বড় ভাবি কারিমা বেগমকে (৪২) ছুরিকাঘাতে খুন করলো আপন দেবর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় পান দোকানে গিয়ে পান দোকানি ভাবি কারিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। এ সময় বাজারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা বলেন, “ছুরিকাঘাতে আহত হওয়া নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছেন।”
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছুরিকাঘাত করে ঘাতক মঞ্জুর মিয়া পালিয়ে গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
ঢাকা/মৌলভীবাজার/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার, রেসকিউ সেন্টারে হস্তান্তর
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকা থেকে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার দুপুরে স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে অভিযান চালিয়ে শাবকগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান। রিদোয়ান মিয়ার বাড়ি থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বন বিভাগের এফজি তাজুল ইসলাম, সোহেল শ্যামসহ স্থানীয়রা।
জানা গেছে, শাবকগুলোর বয়স আনুমানিক এক মাস। বর্তমানে জানকীছড়া রেসকিউ সেন্টারে তাদের পরিচর্যা চলছে। পরবর্তীতে এগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা ও জনসচেতনতাই এমন উদ্ধার অভিযানে সহায়ক ভূমিকা রাখছে।