মেকআপ এক ধরনের আর্ট। একজন চিত্রশিল্পী যেমন তার ক্যানভাস সাজিয়ে তোলেন মেকআপও তাই। মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। কিন্তু মেকআপের নিচে প্রকৃত চেহারা ঢাকা পড়ে যায়। সিনেমার নায়িকাদের কথাই একবার ভাবুন, মেকআপ ছাড়া তাদের দেখাই মেলে না। এর বাইরেও অনেকেই নিয়মিত মেকআপ ব্যবহার করেন। যারা নিয়মিত মেকআপ করেন তারা টানা ১৫ দিন মেকআপ ব্যবহার না করলে ত্বকে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন।

ত্বক সতেজ দেখাবে: মেকআপ-এর প্রলেপে ত্বকে সাময়িক জেল্লা আসে ঠিকই কিন্তু ত্বক নিস্তেজ হয়ে পড়ে। মেকআপ ব্যবহারের ফলে ত্বকের ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে সমস্যা হয়। এর ফলে ত্বকে ব্রণ, ফুসকুড়ি দেখা দেয়।

ত্বকের তৈলাক্ত ভাব কমে: নিয়মিত মেকআপ ব্যবহারের ফলে ত্বকে তেলের নিঃসরণ বেড়ে যায়। মেকআপ ব্যবহারের ফলে ত্বক তেল চিটচিটে থাকে। টানা ১৫ দিন মেকআপ না করে দেখুন ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ কমে যাবে।

আরো পড়ুন:

আজ ‘স্পাইসি ফুড’ খাওয়ার দিন

যারা ওজন কমাতে চান তাদের জন্য সারা আলী খানের পরামর্শ

চোখের সংক্রমণ হবে না: মেকআপের সহযোগী টুলসগুলোর মধ্যে মাশকারা, কাজল, আইলাইনার-এর অত্যধিক ব্যবহারে চোখের নানা সংক্রমণের ঝুঁকি থাকে। এসব পণ্য ব্যবহারের ফলে চোখ জ্বালা করা, চোখ থেকে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো কিছু সমস্যা দেখা দেয়। কিছু দিন যদি চোখ সাজাতে এই প্রসাধনীর ব্যবহার বন্ধ রাখতে পারেন তাহলে চোখ সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে।

উল্লেখ্য, ফেমিনার তথ্য, মেকআপটি যদি আপনার ত্বক উপযোগী না হয় তাহলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।  মেকআপ ব্যবহার করতে হলে অবশ্যই ত্বকের সঙ্গে মানিয়ে মেকআপে প্রতিটি পণ্য ব্যবহার করা বাধ্যতামূলক। এতে করে ত্বকের ক্ষতি কিছুটা কমানো সম্ভব।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ