ছাত্র-জনতার মিছিলে পুলিশের লাঠিপেটা
Published: 17th, January 2025 GMT
মতিঝিলে হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। তারা ব্যারিকেড ভেঙে মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অর্ধশতাধিক আদিবাসী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। মিছিলটি হাইকোর্ট মোড়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পুলিশের দাবি, আদিবাসী ছাত্র-জনতার মিছিলে বাম ও অন্যান্য দলের নেতাকর্মী অংশ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে।
এর আগে আদিবাসী লেখা-সংবলিত গ্রাফিতি প্রত্যাহারের পক্ষে-বিপক্ষে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে সমাবেশ ডাকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ ও ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। স্টুডেন্টস ফর সভরেন্টির বিরুদ্ধে গত বুধবার হামলার অভিযোগ ওঠে। ইতোমধ্যে সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভকারীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জড়ো হন। সেখান থেকে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে আগে থেকে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি পুলিশের ব্যারিকেডের সামনে এসে সেটি সরিয়ে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। সর্বশেষ পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এক নারী শিক্ষার্থীর ওপর চড়াও হতে দেখা যায় তাদের। এতে এক পুলিশ সদস্য এবং এক আন্দোলনকারী নারী আহত হন।
ঢাকার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘কয়েকজন আদিবাসীকে সঙ্গে নিয়ে বামসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী পুলিশের ওপর হামলা চালিয়েছে। ছবি-ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্তের কাজ চলছে।’
‘আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীসহ বাম সংগঠনের নেতাকর্মী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ করতে আসে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি বলেন, ‘আমরা তাদের বলেছিলাম, এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না। আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন। কিন্তু তারা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
হামলার প্রতিবাদ
এ হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল, সংগঠন ও বিশিষ্ট নাগরিকরা। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ৪৬ নাগরিক ক্ষোভ প্রকাশ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে সই করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে.
এদিকে গতকাল বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ডাস চত্বর থেকে মিছিল বের করে তারা। মিছিলটি ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে মিলন চত্বরে গিয়ে শেষ হয়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গতকাল এক বিবৃতিতে বলেন, ‘গণঅভ্যুত্থান-উত্তর জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠায় পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমলানির্ভর নিপীড়ক রাষ্ট্রের বিপরীতে কার্যকর গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়তে হবে। স্বৈরতন্ত্রের সব ভিত্তি উচ্ছেদ করার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে তা হতে পারে।’
বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বিবৃতিতে বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে পুলিশের এমন ভূমিকা কাম্য নয়। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এটা অন্তরায়।’
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা পৃথক বিবৃতিতে বলেন, ‘পুলিশ বাহিনীর এ ধরনের আচরণ রাষ্ট্রের ফ্যাসিবাদী আচরণকে মনে করিয়ে দেয়।’
ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বিপজ্জনক বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের।
বিভিন্ন স্থানে বিক্ষোভ
মতিঝিলে গত বুধবার সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।
এনসিটিবির সামনে হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজশাহী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
নিন্দা জানাল সরকারও
মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে আদিবাসী জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই হামলা তদন্তের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।
জাতীয় নাগরিক কমিটির নেতার বিরুদ্ধে অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মতিঝিলে হামলার ঘটনায় স্টুডেন্টস ফর সভরেন্টির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ ফরাজী সাকিবের নাম উঠে এসেছে। এ সংগঠনের সঙ্গে যুক্ততার পাশাপাশি তিনি জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। পাশাপাশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়েছে তারা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সমাবেশ
হামলার প্রতিবাদে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে ‘সংক্ষুব্ধ আদিবাসী-ছাত্র জনতা’। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও এনসিটিবিতে হামলার বিচার দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ-ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জগদীশ চাকমা এ কর্মসূচি ঘোষণা করেন। এর পর রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রোকেয়া হল-ভিসি চত্বর-কলাভবন-কেন্দ্রীয় লাইব্রেরি-শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সমাপনী বক্তব্যে জগদীশ চাকমা বলেন, ‘এনসিটিবি যে গ্রাফিতি দিয়েছিল, সেটিতে পুরো বাংলাদেশের চিত্র ফুটে উঠেছিল। কিছু সন্ত্রাসী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এটি মুছে দেওয়া হয়েছে। সেটি পুনর্বহাল করতে হবে।’
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত র জনত র সমন বয়ক ভ স কর য গতক ল ব স গঠন র এনস ট ব ঘটন য় র ওপর
এছাড়াও পড়ুন:
বিনা খরচে স্ট্যান্ডার্ড চার্টার্ডে হিসাব খুলতে পারবেন ফ্রিল্যান্সাররা
ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ হিসাব সেবা চালু করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। এর নাম ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’। এই হিসাব পুরোপুরি মাশুলবিহীন। হিসাব খোলা থেকে সবকিছুই ডিজিটাল। ঘরে বসে ফ্রিল্যান্সাররা এই হিসাব খুলে সেবা নিতে পারবেন।
হিসাব খোলা হলে একই সঙ্গে বিদেশি মুদ্রা ও টাকায় দুটি হিসাব খোলা হবে। আয়ের ৩৫ শতাংশ অর্থ বিদেশি মুদ্রা হিসাবে ও বাকিটা টাকা হিসাবে জমা রাখা যাবে। এর বিপরীতে ডেবিট কার্ড পাবেন ফ্রিল্যান্সাররা, যা দিয়ে দেশে-বিদেশে খরচ করা যাবে। পাশাপাশি এই হিসাবধারীদের ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এই সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব, কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমানসহ খাতসংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে শুরুতে বিটপী দাশ চৌধুরী বলেন, ১২০ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে সেবা দিয়ে যাচ্ছে। কখনো ব্যাংকটির সেবা বন্ধ ছিল না। এখন ডিজিটাল সেবার দিকে প্রাধান্য দিচ্ছে ব্যাংক। ফ্রিল্যান্সারদের কাজের ধরনের সঙ্গে চাহিদার পরিবর্তন হয়েছে। সে জন্য নতুন এই সেবা চালু হচ্ছে। এই সেবা ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে। সে জন্য কাউকে ব্যাংকে আসতে হবে না।
ব্যাংকটির আমানত বিভাগের প্রধান নাভিদ হাসান বলেন, ঘরে বসে যাঁরা কাজ করেন, তাঁদের ঘরে বসে সেবা নেওয়ার সুযোগ এসেছে। ঘরে বসেই তাঁরা হিসাব খুলতে পারবেন। বিদেশ থেকে অর্থ আসতে ফরম সি পূরণ করতে হয়, তা-ও ঘরে বসে করা যাবে যাবে। কার্ড দিয়ে বিভিন্ন দেশের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এসব হিসাবে মাশুল কাটা হবে না। ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণও দেওয়া হবে। দেশের অন্য কোনো ব্যাংকে ফ্রিল্যান্সারদের এত সুবিধা দিচ্ছে না।
ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে এক শতকের বেশি বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছে। দেশের প্রথম ঋণপত্র, প্রথম এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এখন বেসরকারি ব্যাংকের ২০-২৫ জন এমডি রয়েছেন, যাঁরা কোনো না কোনো সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড বা গ্রিনলেজে কাজ করতেন। আমরা দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের একমাত্র বিদেশি ব্যাংক, যাদের সব সেবা আছে। এখন আধুনিক ও ডিজিটাল সেবার দিকে নজর দিয়েছে। আমাদের ৭০ শতাংশ গ্রাহক ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহণ করছেন। গত দুই বছরে শাখায় গ্রাহক আসা ৪৫ শতাংশ কমে গেছে।’
লুৎফুল হাবিব বলেন, ‘ফ্রিল্যান্সাররা দেশের জন্য বিদেশি মুদ্রা আনছেন। ভারতের পরেই আমাদের দেশে বেশি আয় আসছে। উন্নত দেশে শ্রমের মূল্য অনেক বেশি। তাই আমাদের দেশে এই খাতের বিকশিত হওয়ার আরও সম্ভাবনা আছে। সে জন্য ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ হিসাব সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ঘরে বসে বিনা মাশুলে মিলবে এই সেবা। শুধু সরকারি কর কাটা হবে।’
বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান বলেন, ‘দেশে বসে কোটি কোটি মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে কাজ পাচ্ছেন ফ্রিল্যান্সাররা। সে জন্য তাঁদের সম্মান দেওয়া উচিত। বিদেশ থেকে টাকা আনতে হয়রানি হতে হয়। এখন বিদেশি ব্যাংক এই সেবা দেওয়ায় অনেকে এই পেশায় আসতে আগ্রহী হবেন।’
এ পেশায় টিকে থাকার হার ৩৫ শতাংশ। সম্মান পেলে আরও অনেকে এই সেবায় থেকে যাবে বলে মনে করেন তানজিবা রহমান। অভিভাবকেরা সন্তানদের এই পেশায় পাঠাতে আগ্রহী হবেন। এখন দেশের সাড়ে ১০ লাখ মানুষ ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে যুক্ত। বছরে ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার আসে ব্যাংকগুলোর মাধ্যমে। এখন আয়ের মাত্র ৩০ শতাংশ টাকা ব্যাংকের মাধ্যমে আসছে, কারণ ব্যাংকগুলো সহযোগিতা করছে না।
ডা. তানজিবা রহমান আরও বলেন, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীরাও এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। এআইয়ের কারণে অনেক চাকরি চলে যাবে, তবে এআইয়ের পেছনে কাজ করার জন্য অনেক মানুষের প্রয়োজন হবে। ফ্রিল্যান্সার কত আয় করছেন, তা প্রচার না করে কী কাজ করছেন, তাঁর যোগ্যতা কী, সেটাও প্রচারের আহ্বান জানান তিনি।