এআইইউবিতে আন্তর্জাতিক রোবোটিক্স, ইলেকট্রিক্যাল ও সিগনাল প্রসেসিং টেকনিক কনফারেন্স
Published: 17th, January 2025 GMT
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) চতুর্থ আন্তর্জাতিক রোবোটিক্স, ইলেকট্রিক্যাল এবং সিগনাল প্রসেসিং টেকনিক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড.
আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের পক্ষে অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ বক্তব্যে প্রযুক্তিগত গবেষণা ও শিক্ষায় আইইইই-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
কনফারেন্সে ৮টি মূল বক্তব্য, ১টি আমন্ত্রিত বক্তব্য এবং ৮টি ভিন্ন বিষয়ে মোট ১৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে ৭টি দেশ এবং ৪টি মহাদেশ থেকে ৩৬৫ জন গবেষক অংশ নেন। তাদের মধ্যে ২৬৫টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে ৯৬টি গবেষণাপত্র গৃহীত হয়। গৃহীত গবেষণাপত্রগুলোর মধ্যে ৩২টি গবেষণাপত্র বিদেশি গবেষকদের ছিল। ১০৬ জন রিভিউয়ার এবং ২৭ জন সেশন চেয়ার এই কনফারেন্সকে সফল করতে সহায়তা করেছেন।
সমাপনী অনুষ্ঠানে এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আয়োজকদের এই কনফারেন্স আয়োজনের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ড. হাসানুল এ. হাসান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ড. কারমেন জিটা লামাগনা বিজয়ী গবেষকদের সেরা গবেষণাপত্র এবং সেরা উপস্থাপনার জন্য ড. আনোয়ারুল আবেদীন এবং মিসেস হাসনা আবেদীন স্কলার গ্রান্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন। কনফারেন্সের আয়োজক চেয়ার এবং এআইইউবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান কনফারেন্সে অংশগ্রহণকারী, স্পনসর, আয়োজকক, স্বেচ্ছাসেবক এবং মিডিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে গবেষকগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ, এআইইউবি’র ডিন, শিক্ষক শিক্ষিকা ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
উৎস: Samakal
কীওয়ার্ড: কনফ র ন স
এছাড়াও পড়ুন:
মোদি ভাল বন্ধু, তবে... সঠিক আচরণ করছে না: ট্রাম্প
এই মুহূর্তে সারাবিশ্বের সংবাদমাধ্যমগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক নিয়ে আলোচনা চলছে। বিশ্বের এমন কোনো দেশ বাকী নেই যার ওপর ট্রাম্প শুল্ক আরোপ করেননি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে দাবি করলেও শুল্কের বেলায় ট্রাম্প দিল্লিকে ছাড় দেননি। তিনি ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বুধবার এই শুল্ক ঘোষণার সময় ট্রাম্পের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বন্ধুত্বের বিষয়টিও উঠে আসে।
ট্রাম্প বলেছেন, “প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) কিছুদিন আগেই এখান থেকে ঘুরে গিয়েছেন। তিনি আমার ভাল বন্ধু। কিন্তু আমি তাকে বলেছি, আপনি আমার বন্ধু, তবে আপনি আমাদের সঙ্গে ঠিকঠাক আচরণ করছেন না।”
তিনি বলেন, “ভারত আমাদের ওপর ৫২ শতাংশ শুল্ক আরোপ করছে, তো আমরা তাদের চার্জ করছি তার অর্ধেক, ২৬ শতাংশ।”
প্রসঙ্গত, ‘পারস্পরিক শুল্ক’ বা পাল্টা শুল্ক মানে, যে দেশ আমেরিকার ওপর যতটা শুল্ক চাপাচ্ছে, সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ২ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে।
ঢাকা/শাহেদ