দেশে এখন ৩১টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। সারাদেশে ব্যাংকগুলোর ১৫ হাজার ৯৫৭ জন এজেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে ২১ হাজার ১৮৬ এজেন্ট আউটলেট। এর মধ্যে ১৮ হাজার ১৩১টিই রয়েছে বিভাগীয়, জেলা ও পৌর এলাকার বাইরে। চাহিদা বিবেচনায় ১৩টি উপজেলায় এখন শতাধিক এজেন্ট আউটলেট রয়েছে। সবচেয়ে বেশি লক্ষ্মীপুর সদরে রয়েছে ১৫৮টি এজেন্ট আউটলেট। বাংলাদেশ ব্যাংকের নভেম্বর ভিত্তিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিভাগ ভিত্তিতে সবচেয়ে বেশি এজেন্ট রয়েছে ঢাকা বিভাগে। ঢাকার ৪ হাজার ৭৪৯ এজেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে ৫ হাজার ৩৩৩টি আউটলেট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩৯৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩০৩টি আউটলেট রয়েছে। বাকি আউটলেট রয়েছে অন্য এলাকায়।
দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ৩ হাজার ৭১১ এজেন্ট ৪ হাজার ৭৪৯টি আউটলেট পরিচালনা করছে। পর্যায়ক্রমে খুলনার ১ হাজার ৯৮৭ এজেন্ট ২ হাজার ৬২৫টি, রাজশাহীর ১ হাজার ৮৭৮ এজেন্ট ২ হাজার ৫৪২টি, বরিশালের ১ হাজার ৭৬ জন এজেন্ট ১ হাজার ৪০২টি, রংপুরের ১ হাজার ৪৪২ এজেন্ট ২ হাজার ১৩০টি এবং সিলেটে ৯১৯ এজেন্ট ১ হাজার ২০২টি আউটলেট পরিচালনা করছে। বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন ১ হাজার ২০৩টি আউটলেট রয়েছে ময়মনসিংহ বিভাগে।

কোন উপজেলায় কত আউটলেট
এককভাবে এখন সর্বোচ্চ এজেন্ট আউটলেট রয়েছে লক্ষ্মীপুর সদরে। গত নভেম্বর পর্যন্ত মোট ১৫৮টি আউটলেট খোলা হয়েছে এ উপজেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ১৫২টি আউটলেট রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়। এর পরের অবস্থানে কুমিল্লার মুরাদনগরে রয়েছে ১৪০টি। চতুর্থ অবস্থানে থাকা নরসিংদীর রায়পুরায় আছে ১২৫টি আউটলেট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ১১৮টি আউটলেট খোলার মাধ্যমে পঞ্চম অবস্থানে রয়েছে।

শতাধিক এজেন্ট আউটলেট রয়েছে আরও ৮টি উপজেলায়। টাঙ্গাইলের মির্জাপুরে ১১০টি, নোয়াখালীর বেগমগঞ্জে ১০৯টি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০৬টি, যশোর মনিরামপুরে ১০৪টি, রংপুরের মিঠাপুকুরে ১০২টি, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০১টি, চাঁদপুরের ফরিদগঞ্জে ১০১টি ও ফরিদপুর সদর উপজেলায় রয়েছে ১০১টি।
৯০টির বেশি এজেন্ট আউটলেট রয়েছে ১০টি উপজেলায়।  কুমিল্লার দেবিদ্বার ৯৫টি, নোয়াখালী সদরে ৯৫টি, নরসিংদী সদরে ৯৫টি, ফেনী সদরে ৯৫টি, ধামরাইতে ৯৪টি, চরফ্যাসনে ৯৩টি, ঠাকুরগাঁও সদরে ৯৩টি, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৯২টি, মানিকগঞ্জের সিংগাইর ৯১টি এবং যশোর সদর ৯১টি। এর পর পর্যায়ক্রমে বেশি এজেন্ট আউটলেট থাকা উপজেলা হলো– চৌদ্দগ্রাম ৮৮টি, বরুড়া ৮৭টি, মাদারীপুরের শিবচর ৮৬টি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ৮৩টি, কুষ্টিয়ার দৌলতপুর ৮৩টি, বগুড়ার শিবগঞ্জ ৮১টি, কুমিল্লার দাউদকান্দি ৮০টি, টাঙ্গাইল সদর ৭৯টি, ফরিদপুরের ভাঙ্গা ৭৯টি, কুমিল্লার নাঙ্গলকোট ৭৮টি, গাজীপুর কাপাসিয়া ৭৭টি, কুষ্টিয়া সদর ৭৭টি, মাদারীপুর সদর ৭৬টি, নবাবগঞ্জ ৭৬টি, কেরানীগঞ্জে ৭৫টি, গাজীপুরের কালিয়াকৈর ৭৫টি, নোয়াখালীর সোনাইমুড়ি ৭৪, কক্সবাজারের চকরিয়া ৭৪টি, সিরাজগঞ্জের উল্লাপাড়া ৭৩টি, জামালপুর সদর ৭৩টি, লক্ষ্মীপুরের রামগঞ্জ ৭২টি, নরসিংদীর শিবপুর ৭২টি, হবিগঞ্জের মাধবপুর ৭১টি, সিরাজগঞ্জ সদর ৭১টি এবং  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭১টি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল য় প র সদর এল ক য় পর চ ল

এছাড়াও পড়ুন:

সুইট নেশনের সপ্তম শাখা উদ্বোধন

মিষ্টি জাতীয় খাদ্য পণ্যের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের সপ্তম শাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার ২৮/১ কাঠেরপুল, বানিয়া নগর, সূত্রাপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয় এই নতুন শাখার। নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির ব্র্যান্ড সুইট নেশনের এই উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় চারটি এবং নারায়ণগঞ্জে তিনটি শাখাসহ মোট সাতটি শাখায় কার্যক্রম চলবে সুইট নেশনের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে সুইট নেশনের সপ্তম ব্রাঞ্চের ফিতা কেটে উদ্বোধন করেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল। এসময় আরও উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, নবাব টোবাকোর পরিচালক আরশীফ আলী এবং কণ্ঠশিল্পী পারভেজসহ অনেকেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে মিষ্টি তৈরি করে সুইট নেশন। তারা মিষ্টির স্বাদকে অক্ষুণ্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে। তারই ধারাবহিকতায় নতুন শাখার যাত্রা বলে জানান ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ। তিনি বলেন, ‘সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এছাড়া বার্থডে কেক,পার্টি কেকসহ রয়েছে স্ন্যাকস টিফিনের ও বিভিন্ন আইটেম।’

তিনি আরও বলেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুইট নেশনের পণ্যের মান বজায় রেখে সময়ের সাথে নতুনত্বের আরও পণ্য উৎপাদন করার পরিকল্পনা মাথায় রেখে নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে আরো আউটলেট করার পরিকল্পনা রয়েছে।’

২০১৮ সালে সুইট নেশনের যাত্রা শুরু হয় ডেইরি ফার্মের মাধ্যমে। সুইট নেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন বেল ডেইরি রেঞ্চ। ২০২০ সালে কলেজ রোডে সুইট নেশনের প্রথম আউটলেট করা হয়। জনপ্রিয়তা ও ক্রেতাদের চাহিদার বাড়ার সঙ্গে  দ্বিতীয়টি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধুর সড়কের বেনু টাওয়ারের প্রথম ফ্লোরে উদ্বোধন করা হয়। তৃতীয়টি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউ, চতুর্থটি করা হয় রাজধানীর প্রাণকেন্দ্র শনির আখড়ায় এবং পঞ্চম আউটলেট করা হয় নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোডের মিশন পাড়া এলাকায়।

সম্পর্কিত নিবন্ধ

  • সুইট নেশনের সপ্তম শাখা উদ্বোধন