চট্টগ্রামে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে গণহত্যাসহ বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত বুধ ও বৃহস্পতিবার নগরীর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদরদপ্তরে সাক্ষ্যগ্রহণ করেন তারা। দুই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত অন্তত ৮০ জনের সাক্ষ্য নেওয়া হয়। এর মধ্যে আন্দোলনে গুলিবিদ্ধ সাতজনও ঘটনার বর্ণনা দেন।

সাক্ষ্যগ্রহণ ছাড়াও গতকাল বিকেলে নগরীর বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত সংস্থার প্রসিকিউটররা। তাদের সহযোগিতা করেছেন ছাত্র প্রতিনিধিরা।        
বুধবার রাতে সিএমপি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, ‘হত্যা, গুরুতর জখম, নৃশংসতা, নির্যাতন-নিপীড়ন, গুম এ ধরনের বিষয়গুলোর দেশব্যাপী কিছু সুনির্দিষ্ট ঘটনা আমরা প্রমাণ করার চেষ্টা করব। কারও থেকে একটা সুপ্রিম কমান্ড এসেছে, বাকিরা সিস্টেমেটিক্যালি বিস্তৃতভাবে পালন করেছে।’

ছাত্র আন্দোলনে কারা গুলি চালিয়েছে জানতে চাইলে সাইমুম রেজা তালুকদার বলেন, ‘ঘটনাগুলো অনেক স্থানে সংঘটিত হয়েছে। সাক্ষীদের কেউ কেউ পুলিশ বাহিনীর কথা বলেছেন। কেউ আবার যুবলীগ-ছাত্রলীগের নাম উল্লেখ করেছেন। আমরা সবগুলো বিষয় যাচাই-বাছাই করছি।’  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে একজন ব্যক্তি অভিযোগকারী। তাঁর পক্ষে রাষ্ট্রের হয়ে মামলা লড়বে চিফ প্রসিকিউটর কার্যালয়। এখানে টাকা-পয়সার কোনো বিষয় নেই। সম্পূর্ণ বিনা খরচে। রাষ্ট্রের দায় হলো, একটা মানবতাবিরোধী অপরাধ হয়েছে, এটার বিচার নিশ্চিত করা। ট্রাইব্যুনালে মামলা যেগুলো চলমান সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের বাণিজ্য বা বাধা প্রতিবন্ধকতা নেই। সরকার ও বিভিন্ন বাহিনী সহযোগিতা করছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাক্ষীদের কাছ থেকে তথ্য-উপাত্ত, ছবি, অডিও-ভিডিও ক্লিপ ইত্যাদি অপরাধ প্রমাণের জন্য ব্যবহার করতে সংগ্রহ করছে তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থাকে ছাত্র প্রতিনিধি হিসেবে সহযোগিতা করছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল হাসান আরিফ। তিনি জানান, দুই দিনে অন্তত ৮০ জনের সাক্ষ্য নিয়েছেন প্রসিকিউটররা। শিক্ষার্থীদের ওপর হামলার স্থান মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, নিউমার্কেট, কর্ণফুলী সেতু চত্বর ও চান্দগাঁও আবাসিক এলাকা পরিদর্শন করেছেন তারা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত তদন ত স স থ অপর ধ

এছাড়াও পড়ুন:

বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩০ জন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় নারী শিশুসহ আহত হন আরও অন্তত ৩০ জন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়। 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। গুরুতর আহতদের কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে।  

ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার করার পাশাপাশি আমরা আহতদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিচ্ছি। এছাড়াও সড়কে যেন কোনো যানজট না হয়; সেজন্য রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রেনের ছাদে ভিডিও করছিলেন চার যুবক, ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের
  • চলন্ত ট্রেনের ছাদে করছিলেন টিকটকের ভিডিও, ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের
  • চলন্ত ট্রেনের ছাদে করছিলেন টিকটক, ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের
  • চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে নিহত ২
  • একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
  • একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের
  • একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের
  • জমি নিয়ে বিরোধ, চাটমোহরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০
  • মিয়ানমারে ভূমিকম্পে আহতদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
  • বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের