রাবিতে ৩ দিনব্যাপী শৈতোৎসব ও পিঠাপুলি মেলা শুরু
Published: 16th, January 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৈতোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১ শুরু হয়েছে। ক্যাম্পাস বাওয়ালিয়ানা তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে। এ মেলা চলবে আগমী শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ মেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
এ সময় তিনি বলেন, “আয়োজনটি বেশ ভালো হয়েছে। আশা করবো সবাই আইন-শৃঙ্খলার ব্যাপারটি নজরে রাখবে। ছাত্র-ছাত্রীসহ এখানে যারা উপস্থিত আছেন, সবাই অনুষ্ঠানটি অনেক উপভোগ করবে।”
ছাত্র-উপদেষ্টা ড.
উপ-উপাচার্য ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আমরা বর্তমান ক্যাম্পাসে আইনশৃঙ্খলা নিয়ে বেকায়দায় আছি। তাই আমার অনুরোধ থাকবে, এ অনুষ্ঠান বেশি রাত পর্যন্ত না করে দ্রুত শেষ করার। এখানে অনেক উচ্চশব্দের যন্ত্র দেখছি, এগুলা দিয়ে এমন কোন উদ্দীপনা সৃষ্টি করা যাবে না, যাতে এখানে বাইরে থেকে হাজার হাজার লোক এসে ক্যাম্পাসের আইনশৃঙ্খলার অবনতি করে। ভালোভাবে অনুষ্ঠান শেষ হোক, এ আশা ব্যক্ত করছি।”
তিনি বলেন, “সবাইকে এটা মাথায় রাখতে হবে, এটা একাডেমিক একটা ক্যাম্পাস, কমার্শিয়াল কোনো প্লেস না। এখানে এমন কিছু করা যাবে না, যাতে ক্যাম্পাসের পরিবেশ বিঘ্নিত না হয়।”
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০
টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মাদকবিক্রেতা, মাদকসেবী ও অন্যান্য অপরাধী বলে জানানো হয়েছে। এদের কাছ থেকে নগদ টাকা, মাদক ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় টঙ্গির মাজার বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্যরা, র্যাব, জিএমপি পুলিশ অংশ নেয়। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, “অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রেজাউল/টিপু