জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত: আইন উপদেষ্টা
Published: 16th, January 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছেন, এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব।”
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ নজরুল।
কবে নাগাদ এটি ঘোষণা করা হতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাজনৈতিক দল ও ছাত্রদের যারা অংশগ্রহণ করেছেন, সকলেই বলেছেন যে এই ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময়ই লাগুক, সেই সময় যেন নেওয়া হয়।”
“তাড়াহুড়া যেন না করা হয়। অযথা কালক্ষেপণও যেন না করা হয়,” যোগ করেন তিনি।
ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য যেন কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এসেছে। তিনি বলেন, ‘‘সবার প্রস্তাব বিবাচেনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’’
‘কোথাও অনৈক্যের সুর’ নেই উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘আজকের বৈঠকে শুধু পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সবাই যেন অনুভব করে যে, এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, সে ব্যাপারে বিভিন্ন মতামত এসেছে। এটি সুদৃঢ় ঐক্যের পথে সহায়ক হবে।”
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমির খান কি নতুন বিতর্ক উসকে দিলেন
হিন্দি সিনেমা দক্ষিণি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না, কয়েক বছর ধরেই এ ধারণা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মোটাদাগে, বেশির ভাগ তারকাই এতে একমত। অভিনেতা সালমান খান, নির্মাতা অনুরাগ কশ্যপ তো ‘হার’ মেনে নিয়ে জানিয়েছেন, টিকে থাকতে হলে বলিউডকে নতুন করে ভাবতে হবে। এমন সিনেমা বানাতে হবে, যেখানে ‘দেশি গন্ধ’ থাকবে। তবে ভারতের আঞ্চলিক সিনেমার চেয়ে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি যে পিছিয়ে আছে, এ ধারণার সঙ্গে একমত নন আমির খান। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের মত জানিয়েছেন আমির।
গত বছর থেকেই বক্স অফিসে তেমন হিট দিতে পারেনি বলিউড। সারা বছরে দুটি বা তিনটি হিট সিনেমা ছাড়া তেমনভাবে উল্লেখযোগ্য কোনো সিনেমাই চোখে পড়ার মতো ছিল না। তাহলে কি বলিউডের খারাপ সময় শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে?
আমির খান। এএফপি