অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হয়েচেন দেবাশীষ রঞ্জন সরকার। বার্ষিক সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে গত শুক্রবার উৎসবমুখর পরিবেশে এবিসির ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি সাদিয়া আফরিন (বিটিভি), লিজা চৌধুরী (জিটিভি), নাহিদ জামান সোমা (বাংলাভিশন) ও নুজহাত আফরিন (এসএ টিভি ), যুগ্ম সম্পাদক শাওন আহসানুর রহমান (একাত্তর টিভি), হাসান মাহাদী (স্টার নিউজ) ও মামুন আব্দুল্লাহ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ রাজেশ রঞ্জন সরকার (গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান আদনান (এসএ টিভি), স্বাস্থ্য সম্পাদক ডক্টর রাশিদা সুলতানা রিংকু (মোহনা টিভি), সাংস্কৃতিক সম্পাদক রিফাত শিশির (এসএ টিভি), ক্রীড়া সম্পাদক নাবিল কায়সার (টি স্পোর্টস), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আনোয়ার সরকার রাজ (এশিয়ান টিভি), সমাজকল্যাণ সম্পাদক রাশিদ কামাল, দপ্তর সম্পাদক সিনথিয়া রহমান (আর টিভি), আইসিটি সম্পাদক তামান্না নাহিদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ রাজ (জিটিভি), ইভেন্ট বিষয়ক সম্পাদক রেহনুমা চৈতি (জিটিভি), আইন সম্পাদক মোস্তফা কামাল তোহা (ডিবিসি নিউজ) ও নারী কল্যাণ সম্পাদক সাবরিনা চৌধুরী (এসএ টিভি)। কার্যনির্বাহী সদস্যরা হলেন- শিপন আহসান, রিয়াজ হাফিজ (একুশে টিভি), ফয়সাল তিতুমীর (যমুনা টিভি), আহমেদ রেজা (যমুনা টিভি) ও ফাহিম রহমান (একাত্তর টিভি)।

এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপক দের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা। তারা জানান, মিডিয়াভিত্তিক সকল সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি-রেডিওর সকল উপস্থাপকদের এই ফোরাম।

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ এর ৭ জুন যাত্রা শুরু করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রহম ন স গঠন উপস থ সরক র

এছাড়াও পড়ুন:

ছাত্রশিবিরের শিক্ষাবৃত্তি পেলেন ইবির অর্ধশত শিক্ষার্থী 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করেছে শাখা ছাত্রশিবির। এ শিক্ষাবৃত্তির আওতায় প্রতি মাসে ন্যূনতম ১ হাজার টাকা করে শিক্ষার্থীদের বছরে ৬ লাখ টাকা প্রদান করবে বলে জানিয়েছে সংগঠনটি।

রবিবার (২০ এপ্রিল) শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিশেষ ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার ছাত্রকল্যাণ বিভাগের ‘শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২৫’ এর কার্যক্রম চলতি মাস থেকে শুরু হয়েছে। যাচাই-বাছাই ও সামগ্রিক বিবেচনায় প্রাথমিকভাবে প্রায় ৫০ জনকে ১ বছর মেয়াদে বৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। ছাত্রকল্যাণ বিভাগের সক্ষমতার আলোকে পরবর্তী সময়ের বৃত্তি প্রদানের সংখ্যা বাড়তে পারে।

আরো পড়ুন:

ইবি অর্থনীতি ক্লাবের কমিটি গঠন

নববর্ষের ২দিন পর শোভাযাত্রা, অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন প্রাধ্যক্ষ

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, “আমরা মেধা, আর্থিক অসচ্ছলতা ও পারিবারিকভাবে স্বাবলম্বী নয়- এমন শিক্ষার্থীদের বিবেচনা করে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে প্রাথমিক ভাবে ৫০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাবেন। যেখানে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী অন্তর্ভুক্ত আছে। আমরা তাদের প্রতি মাসে ন্যূনতম ১ হাজার টাকা করে বছরে ৬ লাখ টাকা প্রদান করব।”

শিক্ষাবৃত্তি প্রদানের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিভাগের এ প্রচেষ্টা। ইসলামী ছাত্রশিবির সবসময়ই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে এবং এই শিক্ষাবৃত্তি প্রকল্প সেই ধারাবাহিকতারই অংশ। আমি বিশ্বাস করি, এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গত ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ‘শিক্ষা বৃত্তি প্রকল্প ২০২৫’ এর আবেদনের সময় নির্ধারণ করে সংগঠনটি। এ কর্মসূচির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থীদের ১ বছরে প্রতি মাসে ন্যূনতম ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেয় সংগঠনটি।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • নিজস্ব ভবনের একাংশ দখলের প্রতিবাদে আলোকচিত্রীদের সংগঠনের মানববন্ধন
  • ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুতির, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত
  • কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করলেন
  • পারভেজ হত্যা: বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদের ঝড়
  • ছাত্রশিবিরের শিক্ষাবৃত্তি পেলেন ইবির অর্ধশত শিক্ষার্থী 
  • নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিরোধী, দাবি দাওয়াহ সার্কেলের