অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হয়েচেন দেবাশীষ রঞ্জন সরকার। বার্ষিক সাধারণ সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে গত শুক্রবার উৎসবমুখর পরিবেশে এবিসির ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি সাদিয়া আফরিন (বিটিভি), লিজা চৌধুরী (জিটিভি), নাহিদ জামান সোমা (বাংলাভিশন) ও নুজহাত আফরিন (এসএ টিভি ), যুগ্ম সম্পাদক শাওন আহসানুর রহমান (একাত্তর টিভি), হাসান মাহাদী (স্টার নিউজ) ও মামুন আব্দুল্লাহ (বাংলাভিশন), কোষাধ্যক্ষ রাজেশ রঞ্জন সরকার (গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান আদনান (এসএ টিভি), স্বাস্থ্য সম্পাদক ডক্টর রাশিদা সুলতানা রিংকু (মোহনা টিভি), সাংস্কৃতিক সম্পাদক রিফাত শিশির (এসএ টিভি), ক্রীড়া সম্পাদক নাবিল কায়সার (টি স্পোর্টস), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আনোয়ার সরকার রাজ (এশিয়ান টিভি), সমাজকল্যাণ সম্পাদক রাশিদ কামাল, দপ্তর সম্পাদক সিনথিয়া রহমান (আর টিভি), আইসিটি সম্পাদক তামান্না নাহিদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ রাজ (জিটিভি), ইভেন্ট বিষয়ক সম্পাদক রেহনুমা চৈতি (জিটিভি), আইন সম্পাদক মোস্তফা কামাল তোহা (ডিবিসি নিউজ) ও নারী কল্যাণ সম্পাদক সাবরিনা চৌধুরী (এসএ টিভি)। কার্যনির্বাহী সদস্যরা হলেন- শিপন আহসান, রিয়াজ হাফিজ (একুশে টিভি), ফয়সাল তিতুমীর (যমুনা টিভি), আহমেদ রেজা (যমুনা টিভি) ও ফাহিম রহমান (একাত্তর টিভি)।

এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপক দের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা। তারা জানান, মিডিয়াভিত্তিক সকল সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি-রেডিওর সকল উপস্থাপকদের এই ফোরাম।

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ এর ৭ জুন যাত্রা শুরু করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রহম ন স গঠন উপস থ সরক র

এছাড়াও পড়ুন:

দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে। এটি করা গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (১ মার্চ) দুপুরে মানিক মিয়া এভিনিউতে সংগঠনটির এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইউএসএআইডি’র ২৯ মিলিয়ন ডলারের সাথে সুজনের কোনো সম্পর্ক নেই। সুজনের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিদেশিদের থেকে কোনো রকম সহায়তা নিতে পারে না সংগঠনটি সুজন। এ সময় শেখ হাসিনার স্বৈরাচার হওয়া ঠেকাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এম জি

সম্পর্কিত নিবন্ধ

  • তরুণ আলেম প্রজন্ম ২৪–এর কার্যকরী পরিষদ গঠন
  • সমাজ বদলে শিক্ষার্থীদের ঐক্য-বন্ধন
  • বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ধরে রাখতে চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ
  • অস্ত্রবিরতির ঘোষণা পিকেকের, থামছে ৪০ বছরের সংঘাত
  • দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করতে হবে: বদিউল আলম
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সকালে ফাটাকেষ্ট মুভি দেখে বের হওয়া’
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টার উচিৎ সকালে ফাটাকেষ্ট মুভি দেখে বের হওয়া’