নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদ সুলতানার বিরুদ্ধে নম্বর টেম্পারিং ও হেনস্তার অভিযোগ এনে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) এ ঘোষণা দেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩৮ জন শিক্ষার্থী। এছাড়া তারা গত রবিবার (১২ জানুয়ারি) বিভাগের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগপত্রও জমা দেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফিমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.

মেহেদী মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত রবিবার শিক্ষার্থীরা বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দিয়েছে। পরে তারা ক্লাসও বর্জন করে। আমরা একাডেমিকভাবে বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নেব।”

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমাদের বিভাগের একজন শিক্ষিকার (ড. নাহিদ সুলতানা) বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অভিযোগ হচ্ছে, নম্বর টেম্পারিং, পর্দা নিয়ে হেনস্তা, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ, ক্লাসরুমে এসে হুমকি-ধামকি দেওয়া এবং এক শিক্ষার্থীকে মোবাইলে হুমকি দেওয়া অন্যতম। এ অবস্থায় তারা ওই শিক্ষিকার ক্লাস করতে অনিচ্ছা প্রকাশ করে ভবিষ্যতে কেউ তাদের সুপারভাইজার হিসেবে চান না বলে জানিয়েছেন। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুধু নম্বর বৈষম্য নয়, ওই শিক্ষিকা পাঠদানের সময়ও অবজ্ঞাসূচক ও অবমাননাকর মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের মনোবলে প্রভাব ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযুক্ত শিক্ষিকা ড. নাহিদ সুলতানার বিরুদ্ধে দাঁড়ি রাখা নিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক বলেন, “দাঁড়ি রাখায় নাহিদ ম্যাম আমাকে প্রায়ই হেনস্তা করতেন। তিনি দাঁড়ি দেখে বলতেন তোমাকে জঙ্গি গোষ্ঠীর নেতার মত লাগছে। আমাদের ব্যাচের সব শিক্ষার্থী এর সাক্ষী। তিনি সবার সামনেই এভাবে আমাদের ধর্মীয় বিষয় নিয়ে লাঞ্ছিত করতেন। শুধু দাঁড়ি নয়, তিনি পর্দা নিয়ে হেনস্তা, মার্ক টেম্পারিং, ফোন করে হুমকি দেওয়াসহ শিক্ষার্থীদের ব্যক্তিগত আক্রমণ করেন।”

পর্দা করায় হেনস্তার শিকার হওয়া তাবাসসুম জাহান সানজি নামের এক শিক্ষার্থী বলেন, “ক্লাস টেস্ট চলাকালে আমাকে বিভিন্ন ব্যাক্তিগত বিষয়ে প্রশ্ন করে সহপাঠীদের সামনে বিব্রতকর অবস্থায় ফেলেন। যেমন- আমি পর্দা কখন থেকে শুরু করলাম, কে আমাকে পর্দা করতে বলে, পর্দা করে দাদির মতো হয়ে থাকলে হবে নাকি? এমনকি আমার স্বামীর ব্যাপারেও নানা নেতিবাচক কথা বলে আমাকে সবার সামনে অপমান করে। এছাড়াও আমাকে ক্লাসে ইশারা-ইঙ্গিতে সবার সামনে অপমান করতেন।”

তিনি আরো বলেন, “পর্দার পাশাপাশি আমার পারিবারিক জীবন নিয়েও তিনি নানাভাবে আমাকে হেনস্তা করতেন। আমার বিয়ের পুরোপুরি পর্দা করা শুরু করি। ম্যাম সবার সামনে আমাকে দাঁড় করিয়ে আমার স্বামীকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতেন। তিনি বলতেন, ‘তোমার স্বামী তোমাকে বোরকা পরিয়ে দাদি বানিয়ে দেশে-বিদেশে হাফপ্যান্ট পরে ঘুরবে।’ কোন কারণ ছাড়াই হঠাৎ তিনি এভাবে ক্লাসে আমাকে লাঞ্ছিত করতেন। একদিন তিনি আমার স্বামী দেশের বাইরে চলে গেছে জেনে বারবার ইনফ্লুয়েন্স করেন বেপর্দা হওয়ার জন্য। তিনি বলেন, ‘হাজবেন্ড চলে গেছে ভালো হইছে। খিমার টান দিয়ে আমাকে খুলে ফেলতে বলেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক ফিমস বিভাগের ১৬তম ব্যাচের একাধিক শিক্ষার্থী অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করেন। তারা বলেন, পর্দা করা নিয়ে আমাদের ব্যাচের একটি মেয়েকে প্রায় হেনস্তা করতেন নাহিদ সুলতানা ম্যাম। ক্লাসের মধ্যে সবার সামনে তিনি এসব বিষয়ে কথা বলতেন। মনে হচ্ছিল, পর্দা করা এবং দাঁড়ি রাখা বড় কোনো অপরাধ।  

অভিযুক্ত সহকারী অধ্যাপক ড. নাহিদ সুলতানা বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। চেয়ারম্যান স্যারের কাছে অভিযোগ দিয়েছে, চেয়ারম্যান স্যার খতিয়ে দেখুক। আমি তো বর্তমানে ওই ব্যাচের (১৬ তম ব্যাচ) ক্লাসই পায় না। তাহলে ওরা আমাকে বয়কট করে কিভাবে? আমি এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর করত ন বলত ন

এছাড়াও পড়ুন:

চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই তরুণ।

নিহত দুজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দুজন হলেন ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজ বেলা ১১টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ান এবং ভিডিও বানাতে শুরু করেন। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলেন। এ সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া তারে জড়িয়ে তাঁরা ট্রেনের ছাদ থেকে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই কাইয়ুম মিয়া নামের একজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করেন। দুজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তারেক মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে আনা হয়েছিল। দুজনই অজ্ঞান ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজন মারা গেছেন বলে শুনেছেন। তবে তাঁর মরদেহ হাসপাতালে আনা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোপা পাল ও সানজিদা হক বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। একজনের মাথার খুলিতে ও আরেকজন গলায় ডিশ লাইনের তারের জখম আছে। দুজনের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, চার তরুণ ট্রেনের ছাদে দাঁড়িয়ে ‘টিকটক ভিডিও’ তৈরি করছিলেন। ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

সম্পর্কিত নিবন্ধ

  • পুনর্বাসন ও সংস্কার বিতর্কের লাভ-ক্ষতি
  • কানাডার ওপর শুল্ক আরোপের বিরুদ্ধে ট্রাম্পের দলের ৪ সিনেটর
  • ঈদ আসলেই মনে পড়ে ঈদ কার্ডের কথা
  • শাকিব খানকে বলব—প্লিজ, এটা নিয়ে মনে কষ্ট রাখবেন না: নিশো
  • শাকিব খানকে বলব—প্লিজ, এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না: নিশো
  • চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু
  • তীব্র আপত্তির মুখেই লোকসভায় ওয়াক্‌ফ বিল পাস, রাজ্যসভায় উঠছে আজই
  • ইটভাটায় শ্রমিকদের আটকে রেখে নির্যাতন, উদ্ধার করল সেনাবাহিনী 
  • আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু, অসুস্থ ৯  
  • চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু