নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল নারায়ণগঞ্জ জেলায় নবাগত ডিসিকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসীবাদি শক্তি আওয়ামীলীগের দোসররা যেনো আপনার পরিবেশ নষ্ট না করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন।

আর রাজনীতিক নেতৃবৃন্দ যেটুকু সম্মান আছে তারা যেনো সেটা পায়। প্রটোকল অনুয়ায়ী আগামী মিটিং এ তাদের বসার ব্যবস্থা যেনো থাকে। কারো মনে যেনো বিভেদ সৃষ্টি না হয়।

নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হাসান মিঞায মতবিনিময় সভা বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। 

বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সজল আরও বলেন, বিগত জেলা প্রশাসক যিনি ছিলেন ৫ আগষ্টের পর তার বাংলোতে হামলা হওয়ার চেষ্টা হয়েছিলো। আমার নেতৃত্বে যুবদল সেখানে পাহারা দিয়েছিলো। কারণ, ওই এলাকার কৃতি সন্তান আমি।

যতদিন পযর্ন্ত প্রশাসন দায়িত্ব না নিয়েছে ১৫-১৬ দিন ২৫-৩০ জন যুবদল নেতাকর্মী  নিয়ে বাংলো পাহারা দিয়েছি । যেকোনো সময়ে আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকবো। 

এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর জামায়াতের আমীর আব্দুর জব্বার, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,জেলা খেলাফত মজলিসের সভাপতি সিরাজুল ইসলাম মামুন, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ন র য়ণগঞ জ র ল ইসল ম ব এনপ র সদস য য বদল

এছাড়াও পড়ুন:

অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার   

ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক। 

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে  সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়। 

সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী সাদিয়া
  •  নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, আতংকে এলাকাবাসী  
  • সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
  • নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
  • যুবদল কর্মীর বাড়িতে গুলি, পথচারী আহত
  • যানজট কমায় শহরে স্বস্তি
  • গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার