ক্রিকেট প্রশাসনে আসা নিয়ে বলার মতো অবস্থায় নেই তামিম
Published: 16th, January 2025 GMT
আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় বলে দেওয়া তামিম ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ক্রিকেট প্রশাসন, ধারাভাষ্যসহ আরও কিছু দুয়ার তার খোলা রয়েছে। তামিম হাঁটবেন কোন পথে?
ক্রিকেট প্রশাসনে তামিম আসছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এই মুহূর্তে কোনো কিছু বলার অবস্থায় নেই তা স্পষ্ট করেই জানালেন। নির্দিষ্ট করে ক্রিকেট প্রশাসনের কথা জিজ্ঞেস করা হলে তামিম উত্তর দিয়েছেন, ‘‘এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই…।’’
খেলার মাঠে তামিমকে দেখা যাবে সেই ধারনা দিয়ে রাখলেন, ‘‘আমি চেষ্টা করবো যতদিন (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়)। এখন তো রিটায়ার্ড সো লেজেন্ড লিগের জন্যও কোয়ালিফাই করবো। ওই সব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মত ওটা খেলবো। ইনশাআল্লাহ যদি ফিট থাকি যতদূর পারি খেলতে থাকবো। আমার ফোকাসটা খেলা নিয়ে এখানে দুটা টুর্নামেন্ট (বিপিএল ও ঢাকা লিগ) আছে এটা নিয়েই।’’
আরো পড়ুন:
‘সোনার ডিম পাড়া হাঁস’ নাহিদ নিজের প্রতি যত্নশীল
ঢাকাকে তলানিতে ঠেলে দুইয়ে বরিশাল
সিলেটের মাঠে প্রচুর রান হয়েছে। চার-ছক্কার বৃষ্টি নেমেছিল। সেখানে সীমানা ছোট থাকায় প্রবল সমালোচনা হয়েছিল। চট্টগ্রামের সীমানা বড় থাকায় খুশি তামিম, ‘‘ভালো লাগার বিষয় বাউন্ডারি বেড়েছে বাউন্ডারির সাইজ আগের চেয়ে, এটাই যেটা আপনি চান। কারণ, আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। এই জিনিসটা থাকা উচিত। আমার কাছে মনে হয় এটাই সঠিক সাইজ। এই সাইজে খেলা উচিত, অন্যথায় ৫২-৫৩ মিটার…।’’
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা
সুদানে জাতিসংঘের এক ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
সুদানের কোরদোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের ভবনটিতে গতকাল শনিবার এ হামলা হয়।
গুতেরেসের বিবৃতিতে বলা হয়, হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন।
গুতেরেস বলেন, ‘দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
হামলায় নিহত শান্তিরক্ষীদের সবাই বাংলাদেশি। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন। হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন।সুদানের সেনাবাহিনী ওই হামলার দায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে দেশটির আধা সামরিক বাহিনীর ওপর চাপিয়েছে।
সুদানে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এ লড়াই চলছে।
আরএসএফ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং এর পেছনে যাঁরা আছেন, তাঁদের ধ্বংসাত্মক কৌশলের স্পষ্ট প্রকাশ।
সুদান সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে একটি স্থান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে। তারা বলেছে, এটি জাতিসংঘের স্থাপনা।
বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।.আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিবযেখানে হামলা হয়েছে, সেই তেলসমৃদ্ধ অঞ্চল আবেই নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর থেকে সেখানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন মোতায়েন রয়েছে।
দুই দেশের সীমান্তে অবস্থিত আবেই বিশেষ প্রশাসনিক মর্যাদার অঞ্চল।
সুদানের আবেই অঞ্চলে একটি সড়কে দায়িত্ব পালন করছেন জাতিসংঘের একজন শান্তিরক্ষী