ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। 

আহত শিক্ষার্থীরা হলো- অষ্টম শ্রেণির ছাত্রী মোসাম্মৎ জান্নাতী, ইসরাত জাহান রূমকী, নবম শ্রেণির জান্নাতী আক্তার, দশম শ্রেণির ছাত্রী সিপু আক্তার, আয়শা মনি ও সুমা বেগম। এরা বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্য এক শিক্ষার্থী একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এদিকে এ ঘটনায় ওই শিক্ষকের উপর হামলার চালিয়েছে এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মোবাইল ফোন দিয়ে নাচের অনুশীলন করার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে তাদের পিটিয়ে আহত করে। তারা বুঝিয়ে বলার পরও পিটিয়ে আহত করে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, গতকালকে ওই প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের সন্তানদের বেধড়ক মারধর করে আহত করেছে। আমরা এর বিচার চাই।

এদিকে পুলিশ ও প্রশাসন ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাধার মুখে গাড়ির মধ্যেই পদত্যাগ করেন ওই শিক্ষক।

কর্তব্যরত ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক সুলতানা সনিয়া বলেন, ‘ছয় শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালে পর্যাবেক্ষণে রাখা হয়েছে।”

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অলোক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চার ওয়ানডের তিনটিতে জরিমানা খেলো পাকিস্তান 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ রেফারি দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দায় স্বীকার করে নেওয়ায় শুনানির দরকার পড়েনি।

এ নিয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হলো পাকিস্তান ক্রিকেট দলের। শুধু তাই নয়, সর্বশেষ চার ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের দায়ে দোষী হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওভার রেট স্লো ছিল। অর্থাৎ নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি রিজওয়ানের দল। যে কারণে গুনতে হয় জরিমানা। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পেরেছিল তারা। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে স্লো ওভার রেট হলো পাকিস্তানের।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে কিউইদের ৩৪৪ রান তাড়া করতে নেমে ৭৩ রানে হারে রিজওয়ান-বাবর আজমরা। দ্বিতীয় ম্যাচে ২৯৩ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান হেরেছে ৮৪ রানে।

সম্পর্কিত নিবন্ধ