বিসিবিতে আসার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
Published: 16th, January 2025 GMT
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক পরিষ্কারভাবে জানিয়েছেন, বাংলাদেশের জার্সি পরে আর মাঠে নামবেন না। তবে তার অবসর পরবর্তী জীবন নিয়ে চলছে জোর আলোচনা। এর মধ্যেই বিসিবিতে তার যোগ দেওয়ার গুঞ্জন চাউর হয়েছে। যদিও এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তামিম।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে তামিমের ফরচুন বরিশাল। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচ সেরা হয়ে জয় নিশ্চিত করে তার দল।
পয়েন্ট টেবিলে চার জয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা বরিশালের অধিনায়ক তামিম ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাকে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তামিম বলেন, ‘এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই।’
যদিও এখনই ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তামিমের, তবে তিনি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিপিএলের ভবিষ্যৎ আসরগুলোতে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তামিম বলেন, ‘আমি যতদিন সম্ভব খেলার চেষ্টা করব। এখন তো অবসর নিয়েছি, লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। সেগুলো খেলব। যদি প্রিমিয়ার লিগটা সময়মতো হয়, সেটাও খেলব। আর ফিট থাকলে বিপিএলও খেলে যাব।’
আপাতত ব্যাট হাতে বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন তামিম। তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে তাকে দেখা যাবে কি না, তা সময়ই বলে দেবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স-যুক্ত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, লন্ডনে সংকট নিয়ে আলোচনার পর ফ্রান্স ও যুক্তরাজ্য ইউক্রেনে ‘আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে’ এক মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব করছে।
রবিবার (২ মার্চ) ফ্রান্সের লে ফিগারো সংবাদপত্রকে তিনি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ম্যাক্রোঁ জানান, এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে।
আরো পড়ুন:
ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা স্টারমারের
জেলেনস্কিকে ‘পূর্ণ সমর্থন’ দিলেন স্টারমার
ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয়। সেখানে যোগ দেন ম্যাক্রোঁ। সে সময় ফ্রান্স ও ব্রিটেনের এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাবের কথা সাক্ষাৎকারে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।
তিনি বলেন, পরবর্তী সময়ে শান্তিরক্ষী মোতায়েন করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “ওয়াশিংটনের পরিবর্তনশীল অগ্রাধিকার ও রাশিয়ার সামরিকীকরণের প্রতিক্রিয়া জানাতে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩.০ থেকে ৩.৫ শতাংশের মধ্যে বৃদ্ধি করা উচিত।”
তিনি সংবাদপত্রটিকে বলেন, “তিন বছর ধরে, রাশিয়ানরা তাদের জিডিপির ১০ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করেছে। তাই আমাদের পরবর্তীতে কী হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে।”
ঢাকা/ফিরোজ