কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা হয়েছে একটি নৌকা এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক ছয়জন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার নুর হাবিবের ছেলে ফয়সাল (২০), আব্দুর রহিমের ছেলে মো.

আরমান (২০), আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৩০)।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার হতে নৌকাযোগে মাদকের বড় চালান পাচার হচ্ছে। এমন খবরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাফনদীর মোহনায় জলযান ফ্যান্টমযোগে গভীর সমুদ্রে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপিস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে নৌকাসহ মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, সামান্য পরিমাণ গাঁজা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়।

আইনিপ্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আনোয়ারায় সড়কের পাশে পড়েছিল নারীর লাশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিএবি সড়কের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এই নারীর লাশ উদ্ধার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এই নারীর লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, রাতে কেউ এই নারীকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি মো. মনির হোসেন বলেন, “লাশের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
 

চট্টগ্রমা/রেজাউল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ