সমুদ্রে ২ কেজি আইস ও দশ হাজার ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার
Published: 16th, January 2025 GMT
কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা হয়েছে একটি নৌকা এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটক ছয়জন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার নুর হাবিবের ছেলে ফয়সাল (২০), আব্দুর রহিমের ছেলে মো.
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার হতে নৌকাযোগে মাদকের বড় চালান পাচার হচ্ছে। এমন খবরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাফনদীর মোহনায় জলযান ফ্যান্টমযোগে গভীর সমুদ্রে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপিস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে নৌকাসহ মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, সামান্য পরিমাণ গাঁজা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়।
আইনিপ্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।