বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন তিনি। নেপালের বিপক্ষে ফাইনালে তার গোল ছিল শুধু জয়ের নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক। গোল করার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উদ্দেশে তার সাংকেতিক বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।
ঋতুপর্ণার সেই বার্তার অর্থ কী? অনেকে মনে করেন, এটি তার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশকারী নিন্দুকদের উদ্দেশে ছিল। মাঠে নিজের দক্ষতায় তিনি বুঝিয়ে দিয়েছেন, সমালোচনার জবাব আসে পারফরম্যান্স দিয়েই।
তবে এই বার্তা শুধু মাঠেই থেমে থাকেনি। গত সোমবার ঋতুপর্ণা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে তাকে দেখা যায় ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে একই ভঙ্গিতে পোজ দিতে। ধারণা করা হচ্ছে, এটি হয়তো ইয়ামাহার একটি ফটোশুটের অংশ।
অনেকে মনে করছেন, এই ছবি দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর প্রতি একই বার্তা দিয়েছেন। কেননা, যে সেরা তার প্রতিক্রিয়া সবসময়ই হয় ক্লাসিক এবং সময়োপযোগী। সেরারা সময়মতো নিজের সামর্থ্যের জানান দেয়। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
এবারের চ্যাম্পিয়নস ট্রফিই হবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য শেষ—এমন একটা সম্ভাবনা মোটামুটি প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ খারাপ।
আরও পড়ুনবদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাঁদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে।
এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাওয়া হয় আজ বোর্ড সভার পর। জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব—ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’
বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন