তামিমের ফিফটিতে চট্টগ্রামে দুর্দান্ত শুরু বরিশালের
Published: 16th, January 2025 GMT
দুর্দান্ত এক জয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলো ফরচুন বরিশাল। তামিম ইকবাল ও মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে জয় তুলে নেয় বরিশাল।
১৪০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম ও মালানের ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে বরিশাল। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হলেও অপরাজিত ছিলেন মালান। তার ৪৯ রানের ইনিংসে ভর করে বরিশাল ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এটি বরিশালের চতুর্থ জয়, যা তাদের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তুলে এনেছে। ঢাকার জন্য এটি ছিল আসরে সপ্তম হার
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালো করলেও ধারাবাহিক ব্যর্থতায় ১৩৯ রানে গুটিয়ে যায়। তানজিদ তামিম একাই লড়াই করে ৪৪ বলে ৬২ রান করেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি বাউন্ডারি। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলের রান বড় হয়নি।
মুনিম শাহরিয়ার ও অধিনায়ক থিসারা পেরেরা কোনো রান না করেই সাজঘরে ফিরেন। শেষ দিকে ফারমানুল্লাহ শাফির ১১ বলে ২০ রানের ক্যামিও কিছুটা রান যোগ করলেও দলের হার ঠেকাতে পারেনি।
বরিশালের বোলিং আক্রমণে সেরা ছিলেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তিনি ৩ ওভারে ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ৩.
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে (০) হারালেও তামিম ও মালানের ব্যাটিংয়ে কোনো চাপ পড়েনি বরিশালের। দ্বিতীয় উইকেটে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তারা। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান। অপরদিকে, মালান ৪৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।