Risingbd:
2025-12-14@06:50:25 GMT

পরের ম্যাচেই পুরনো রূপে ঢাকা

Published: 16th, January 2025 GMT

পরের ম্যাচেই পুরনো রূপে ঢাকা

আগের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের ডালা সাজিয়েছিলেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। তাতে রেকর্ড ২৫৪ রান তুলে টানা পাঁচ ম্যাচ হেরে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। ভক্তরাও দেখতে শুরু করেছিল আশার আলো। এই মোমেন্টাম ধরে ছন্দে ফিরবে ঢাকা সেটা ছিল প্রত্যাশা।

কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটেনি। এক ম্যাচ পরেই আবার সেই পুরনো ছন্নছাড়া রূপে ফিরে এসেছে ঢাকা। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ছন্দহীন ব্যাটিং করেছে তারা। তাতে দলীয় সংগ্রহও বেশি হয়নি। ১৯.

৩ ওভারে তারা সবকটি উইকেট হারিয়ে করেছে মাত্র ১৩৯ রান। জিততে বরিশালকে করতে হবে ১৪০ রান।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে আজও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তানজিদ হাসান। তিনি ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১৭তম ওভারে গিয়ে আউট হন। ৪৪ বলে ২টি চার ও ৪ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফরমানুল্লাহ। ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি। এছাড়া লিটন দাস ১৩, মোসাদ্দেক হোসেন ১১ ও সাব্বির রহমান করেন ১০ রান।

আরো পড়ুন:

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

আশ্বাসেও ভরসা নেই ক্রিকেটারদের!

বল হাতে বরিশালের তানভীর ইসলাম ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফাহিম আশরাফ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

সুদানে জাতিসংঘের এক ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

সুদানের কোরদোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের ভবনটিতে গতকাল শনিবার এ হামলা হয়।

গুতেরেসের বিবৃতিতে বলা হয়, হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন।

গুতেরেস বলেন, ‘দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

হামলায় নিহত শান্তিরক্ষীদের সবাই বাংলাদেশি। তাঁরা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের (ইউএনআইএসএফএ) হয়ে দায়িত্বরত ছিলেন। হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হয়েছেন।

সুদানের সেনাবাহিনী ওই হামলার দায় র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে দেশটির আধা সামরিক বাহিনীর ওপর চাপিয়েছে।

সুদানে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এ লড়াই চলছে।

আরএসএফ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং এর পেছনে যাঁরা আছেন, তাঁদের ধ্বংসাত্মক কৌশলের স্পষ্ট প্রকাশ।

সুদান সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে একটি স্থান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে। তারা বলেছে, এটি জাতিসংঘের স্থাপনা।

বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দক্ষিণ কোরদোফানে আজ (শনিবার) শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।.আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিব

যেখানে হামলা হয়েছে, সেই তেলসমৃদ্ধ অঞ্চল আবেই নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর থেকে সেখানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন মোতায়েন রয়েছে।

দুই দেশের সীমান্তে অবস্থিত আবেই বিশেষ প্রশাসনিক মর্যাদার অঞ্চল।

সুদানের আবেই অঞ্চলে একটি সড়কে দায়িত্ব পালন করছেন জাতিসংঘের একজন শান্তিরক্ষী

সম্পর্কিত নিবন্ধ