হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ যে বাড়বে তা অনুমেয়ই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ওই ঘোষণা এখনো আসেনি। 

তবে লন্ডনে অবস্থান করা সভাপতি তাবিথ আউয়াল গতকাল সিনিয়র সহ সভাপতি ও চার সহ সভাপতির সঙ্গে অনলাইন মিটিয়ে কোচের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাতে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন ক্যাবরেরা। 

পাশাপাশি নারী জাতীয় দলের কোচ পিটার বাটলারকে এক বছরের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। সাবিনাদের সাফ জেতানো এই কোচের দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়েও শঙ্কা ছিল। 

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হন। শুরুতে তাকে ১১ মাসের চুক্তি দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ১১ জানুয়ারি তার চুক্তি ১ বছরের জন্য নবায়ন করা হয়। পরে আরও এক বছর বাড়ে তার চুক্তি। এ নিয়ে তৃতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে চুক্তি নবায়ন হচ্ছে ক্যাবরেরার। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ য ভ য় র ক য বর র

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম বলেন, ‘‘বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। বুধবার রাতেও পানি দিতে ছাদে উঠেন তিনি। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে উঠেন। এ সময় ভাইকে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’’

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ