টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬
Published: 16th, January 2025 GMT
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটকেরা হলেন- মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), জসিম উদ্দিন (২১), মো. বুখার উদ্দিন (৩০), মো. শফিক উদ্দিন (২০) ও মো.
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল আশিকুর রহমান মাদকসহ ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি নাফ নদীর মোহনা দিয়ে সাগর পথে মাদক পাচার ও মানব পাচার ঠেকাতে বিজিবি নজরদারি বাড়ায়। সোমবার রাতে টেকনাফ সাগরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, কিছু গাঁজা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক হওয়াদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে জব্দকৃত মাদক, মোবাইল ফোন এবং নৌকাটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উখিয়ায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ১
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ধারালো অস্ত্র, ক্রিস্টাল ম্যাথ, গাঁজা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে উখিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, অভিযানের সময় মাদক কারবারি ইমাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল ম্যাথ, গাঁজা, সাতটি দেশীয় ধারালো অস্ত্র ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়। আটক হওয়া ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অভিযানের পর মাদক, অস্ত্রসহ তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।