মাটি খুঁড়তে বেরিয়ে এল মর্টার শেল
Published: 16th, January 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে। তবে, মর্টার শেলটি বিস্ফোরিত না অবিস্ফোরিত অবস্থায় রয়েছে তা জানা যায়নি।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রাম থেকে মর্টার সেলটি উদ্ধার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গাছ লাগানোর জন্য মাটি খুঁড়লে মর্টার সেলটি পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রুবেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুবলীগ নেতা গ্রেপ্তার, থানার সামনে অনুসারীদের স্লোগান
হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা মো. নানু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপারমার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে তার অনুসারীরা থানার সামনে জড়ো হয়ে স্লোগান দিয়েছেন। নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় নানু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গ্রেপ্তারের পরপরই নানু মিয়ার ২৫-৩০ জন অনুসারী থানার সামনে জড়ো হয়ে মুক্তির দাবী করেন। এ সময় তারা ‘ওসির দুই গালে জুতা মার তালে তালে, ওসির চামড়া তুলে নেব আমরা’, ‘সারা বাংলার জিয়ার সৈনিক এক হও লড়াই কর’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেট অ্যাকশন, নানু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।