লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার সেই কাঁটাতারের বেড়ায় খালি কাচের ও মদের বোতল ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবি সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের ১০-১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তারা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটার অংশের তারগুলোতে ৮-১০ ইঞ্চি মাপের খালি কাচের ও মদের মদের বোতল ঝুলিয়ে দিতে থাকেন।

স্থানীয় বাসিন্দারা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করেন। কিন্তু, বিএসএফ সদস্যরা নিষেধ না মেনে বোতল ঝোলাতে থাকেন। একপর্যায়ে কাজ শেষ করে চলে যান তারা।

এর আগে, গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। বেড়া নির্মাণের ছয় দিনের মাথায় সেখানে খালি কাচের ও মদের বোতল ঝুলিয়ে দিয়েছে তারা।

এ বিষয়ে ৫১ বিজিবির অধিনায়ক লে.

কর্নেল সেলিম আলদীন বলেন, ‘‘এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়ার নিরাপত্তার জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেরাই চিন্তায় আছে।’’

ঢাকা/আমিরুল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ

এছাড়াও পড়ুন:

ভারত সীমান্তে মারধরের শিকার দুই কৃষককে ফেরত দিল বিএসএফ, দেশে ফিরে কারাগারে

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষুদ্র উদ্যোগে সুযোগের বৈষম্য দূর করতে হবে
  • অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ
  • ভারতে মারধরের শিকার দুই বাংলাদেশিকে ফেরত, দেশে ফিরে কারাগারে
  • ভারত সীমান্তে মারধরের শিকার দুই কৃষককে ফেরত দিল বিএসএফ, দেশে ফিরে কারাগারে