লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার সেই কাঁটাতারের বেড়ায় খালি কাচের ও মদের বোতল ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবি সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের ১০-১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তারা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটার অংশের তারগুলোতে ৮-১০ ইঞ্চি মাপের খালি কাচের ও মদের মদের বোতল ঝুলিয়ে দিতে থাকেন।

স্থানীয় বাসিন্দারা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করেন। কিন্তু, বিএসএফ সদস্যরা নিষেধ না মেনে বোতল ঝোলাতে থাকেন। একপর্যায়ে কাজ শেষ করে চলে যান তারা।

এর আগে, গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। বেড়া নির্মাণের ছয় দিনের মাথায় সেখানে খালি কাচের ও মদের বোতল ঝুলিয়ে দিয়েছে তারা।

এ বিষয়ে ৫১ বিজিবির অধিনায়ক লে.

কর্নেল সেলিম আলদীন বলেন, ‘‘এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়ার নিরাপত্তার জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেরাই চিন্তায় আছে।’’

ঢাকা/আমিরুল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ

এছাড়াও পড়ুন:

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করেছে বিএসএফ।

সীমান্ত পার হয়ে আসা বাংলাদেশিরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০) এবং হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের শাহলাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২০), চাঁপাইনবাবগঞ্জ জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রউফের ছেলে আক্কাস আলী (২৮), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন আলী (২৭), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ (২৭), পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাইয়ের ছেলে আজিল সিপাই (৪৫), পার্শ্ববর্তী দেশ মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নম্বর ক্যাম্পের এইচ-৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াসের ছেলে রিয়াজ (২৪) আরো ছয় জনের নাম না জানতে পারাসহ ১৫ জন।

পার হয়ে আসা ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে বেশ কিছুদিন জেল খেটেছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

রাতের আধাঁরে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে বাসযোগে বাড়ির উদ্দেশে রওনা দেয়।

এ বিষয়ে বিজিবির মুজিবনগর ক্যাম্প কোনও বক্তব্য দিতে চায়নি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোরে কয়েকজন বাংলাদেশিকে পুশব্যাক করার কথা শুনেছি। তবে এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান।

সম্পর্কিত নিবন্ধ

  • যুবককে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেল বিএসএফ 
  • তেঁতুলিয়া সীমান্তে আটক ৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
  • তেঁতুলিয়া সীমান্তে আটক সাত বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
  • মেহেরপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে দিল বিএসএফ
  • মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ