রাজধানীর মতিঝিলে আদিবাসী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।  

এতে বলা হয়, বুধবার মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী ছাত্রদের একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। শিগগিরই গ্রেপ্তার করা হবে। সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। 

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনার আলোকে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, আইন নিজের হাতে তুলে নেওয়া, জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনো স্থান নেই বাংলাদেশে।

এতে আরও বলা হয়, সরকার সতর্ক করছে যে, দেশের সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিপস্থী কর্মকাণ্ডে যেই জড়িত হবে তাকে কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে।

প্রসঙ্গত, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ-সংবলিত গ্রাফিতি (দেয়ালে আঁকা বিশেষ বার্তাবহ চিত্রকর্ম) রাখার পক্ষে-বিপক্ষে দুটি সংগঠনের কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রামকেন্দ্রিক দুটি সংগঠন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা এবং স্টুডেন্টস ফর সভরেন্টির কর্মীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে দু’পক্ষকে সরিয়ে দেয়। দুই সংগঠনেরই দাবি, অপর পক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যই বেশি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

১১ জনকে গ্রেপ্তার

আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

সম্পর্কিত নিবন্ধ