রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অন্তর্বর্তী সরকার ১৫ জানুয়ারি বুধবার এনসিটিবির সামনে একটি শান্তিপূর্ণ সমাবেশে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানায়। সরকার এই আক্রমণের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যে এই সম্পর্কিত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা হবে। সকল দুর্বৃত্তকে আইনের আওতায় আনা হবে।”

এতে আরও বলা হয়, “জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশে গণসহিংসতা, জাতিগত ঘৃণা এবং অন্ধবিশ্বাসের স্থান নেই। সরকার সতর্ক করে যে, যারা সুরক্ষা, শান্তি এবং আইনশৃঙ্খলার ক্ষতিকর কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো বৈষম্য ছাড়াই।”

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম বলেন, ‘‘বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। বুধবার রাতেও পানি দিতে ছাদে উঠেন তিনি। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে উঠেন। এ সময় ভাইকে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’’

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ